IPL 2022

IPL 2022: টানা পাঁচ ম্যাচে হারের পরে দলে বিদেশি অলরাউন্ডার! কী কী বদল হতে পারে কেকেআরে

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ। প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে শ্রেয়স আয়ারদের। ফলে দলে কিছু বদল হতে পারে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মে ২০২২ ১০:২৬
০১ ১২
টানা পাঁচ ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ। প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে শ্রেয়স আয়ারদের। ফলে দলে কিছু বদল হতে পারে। কী হতে পারে কলকাতার সম্ভাব্য একাদশ?

টানা পাঁচ ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ। প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে শ্রেয়স আয়ারদের। ফলে দলে কিছু বদল হতে পারে। কী হতে পারে কলকাতার সম্ভাব্য একাদশ?

০২ ১২
বেঙ্কটেশ আয়ার: এ বারের আইপিএলে ৯ ম্যাচে মাত্র ১৩২ রান করেছেন বেঙ্কটেশ। কিন্তু তার পরেও ওপেনিংয়ে দেখা যেতে পারে তাঁকে।

বেঙ্কটেশ আয়ার: এ বারের আইপিএলে ৯ ম্যাচে মাত্র ১৩২ রান করেছেন বেঙ্কটেশ। কিন্তু তার পরেও ওপেনিংয়ে দেখা যেতে পারে তাঁকে।

০৩ ১২
অজিঙ্ক রহাণে: ওপেনার হিসাবে ব্যর্থ হয়েছেন ফিঞ্চ। তাঁর জায়গায় ফিরতে পারেন রহাণে।

অজিঙ্ক রহাণে: ওপেনার হিসাবে ব্যর্থ হয়েছেন ফিঞ্চ। তাঁর জায়গায় ফিরতে পারেন রহাণে।

Advertisement
০৪ ১২
শ্রেয়স আয়ার: কলকাতার সব থেকে ভাল ব্যাটার। তাঁর উপরে নির্ভর করবে দল বড় রান করতে পারবে কি না।

শ্রেয়স আয়ার: কলকাতার সব থেকে ভাল ব্যাটার। তাঁর উপরে নির্ভর করবে দল বড় রান করতে পারবে কি না।

০৫ ১২
নীতীশ রানা: আগের ম্যাচে ভাল খেলেছিলেন। কলকাতার মিডল অর্ডারে শ্রেয়সের সঙ্গে ভাল খেলতে হবে তাঁকেও।

নীতীশ রানা: আগের ম্যাচে ভাল খেলেছিলেন। কলকাতার মিডল অর্ডারে শ্রেয়সের সঙ্গে ভাল খেলতে হবে তাঁকেও।

Advertisement
০৬ ১২
বাবা ইন্দ্রজিৎ: আগের ম্যাচেই অভিষেক হয়েছে। রান না পেলেও তাঁকে ফের দেখা যেতে পারে উইকেটের পিছনে।

বাবা ইন্দ্রজিৎ: আগের ম্যাচেই অভিষেক হয়েছে। রান না পেলেও তাঁকে ফের দেখা যেতে পারে উইকেটের পিছনে।

০৭ ১২
রিঙ্কু সিংহ: এখনও পর্য়ন্ত যে কয়েকটি ম্যাচে খেলেছেন ভাল দেখিয়েছে এই তরুণ ব্যাটারকে। ফিল্ডার হিসাবেও খুব ভাল রিঙ্কু।

রিঙ্কু সিংহ: এখনও পর্য়ন্ত যে কয়েকটি ম্যাচে খেলেছেন ভাল দেখিয়েছে এই তরুণ ব্যাটারকে। ফিল্ডার হিসাবেও খুব ভাল রিঙ্কু।

Advertisement
০৮ ১২
মহম্মদ নবি: এখনও পর্যন্ত একটি ম্যাচেও খেলেননি। কিন্তু তাঁকে দলে রাখতে পারে কলকাতা। তা হলে ব্যাটিং ও বোলিং দুটোই শক্তিশালী হবে।

মহম্মদ নবি: এখনও পর্যন্ত একটি ম্যাচেও খেলেননি। কিন্তু তাঁকে দলে রাখতে পারে কলকাতা। তা হলে ব্যাটিং ও বোলিং দুটোই শক্তিশালী হবে।

০৯ ১২
আন্দ্রে রাসেল: ব্যাট হাতে ফের জ্বলে উঠতে হবে রাসেলকে। সেই সঙ্গে বল হাতে ডেথ ওভারে দেখা যেতে পারে তাঁকে।

আন্দ্রে রাসেল: ব্যাট হাতে ফের জ্বলে উঠতে হবে রাসেলকে। সেই সঙ্গে বল হাতে ডেথ ওভারে দেখা যেতে পারে তাঁকে।

১০ ১২
সুনীল নারাইন: এই মরসুমে কলকাতার অন্যতম সফল বোলার। তাঁর চার ওভার ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

সুনীল নারাইন: এই মরসুমে কলকাতার অন্যতম সফল বোলার। তাঁর চার ওভার ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

১১ ১২
উমেশ যাদব: কলকাতার অন্যতম সফল বোলার। পাওয়ার প্লে-তে উইকেট তুলতে তাঁর দিকে তাকিয়ে থাকবেন শ্রেয়সরা।

উমেশ যাদব: কলকাতার অন্যতম সফল বোলার। পাওয়ার প্লে-তে উইকেট তুলতে তাঁর দিকে তাকিয়ে থাকবেন শ্রেয়সরা।

১২ ১২
টিম সাউদি: উমেশের সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে সাউদিকে। দুই বোলার ছন্দে থাকলে ভাল খেলবে দল।

টিম সাউদি: উমেশের সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে সাউদিকে। দুই বোলার ছন্দে থাকলে ভাল খেলবে দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি