নতুন বছরে দেশের সীমানা সম্প্রসারণ করবে ইজ়রায়েল? ‘বৃহত্তর ইহুদিভূমি’ তৈরির দিকে হাঁটছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার? তেল আভিভের একটি মানচিত্র প্রকাশকে কেন্দ্র করে আরব দুনিয়ায় পড়ে গিয়েছে হইচই। শুধু তা-ই নয়, এই ঘটনায় পশ্চিম এশিয়ায় নতুন করে রক্তপাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা।
চলতি বছরের (পড়ুন ২০২৫) ৯ জানুয়ারি, সমাজমাধ্যমে ওই মানচিত্রটির ছবি পোস্ট করে ইজ়রায়েলের বিদেশ মন্ত্রক। এর পরই আরব দুনিয়ায় তুঙ্গে ওঠে বিতর্ক। মানচিত্রটিতে আরবি ভাষায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি এলাকাকে ‘প্রাচীন ইহুদিভূমি’ বলে উল্লেখ করেছে তেল আভিভ। নেতানিয়াহু সরকারের এ-হেন পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে সেখানকার একাধিক রাষ্ট্র।
ইজ়রায়েলের জারি করা মানচিত্রে বর্তমান জর্ডন, লেবানন এবং সিরিয়ার বেশ কিছু এলাকা রয়েছে। ইহুদিভূমিকে ঘিরে রেখেছে পশ্চিম এশিয়ার এই তিন দেশ। এদের প্রত্যেকের সঙ্গেই তেল আভিভের সম্পর্ক ‘সাপে নেউলে’ বলা চলে। জন্মলগ্ন থেকে নিজেদের অস্তিত্ব টিঁকিয়ে রাখতে সংশ্লিষ্ট তিন আরব মুলুকের সঙ্গে একাধিক যুদ্ধ করেছে ইহুদি ফৌজ।
মানচিত্র প্রকাশের পাশাপাশি খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলে বর্ণিত ইহুদি রাষ্ট্রের কথাও উল্লেখ করেছে ইজ়রায়েল। নেতানিয়াহুর বিদেশ মন্ত্রকের দাবি, তিন হাজার বছর আগে ওই এলাকায় ইহুদি রাজ্যটির প্রতিষ্ঠা করেন রাজা শৌল। পরবর্তীকালে এর শাসক ছিলেন ডেভিড এবং মহান সম্রাট সলোমন।
‘মানচিত্র’টির নীচে আরবি ভাষায় ইহুদি রাজাদের শাসনকাল উল্লেখ করেছে ইজ়রায়েলি বিদেশ মন্ত্রক। সেখানে লেখা হয়েছে, ‘‘ইহুদিদের প্রথম রাজা শৌল ৪০ বছর রাজত্ব করেছিলেন। ১০৫০ থেকে ১০১০ খ্রিস্টপূর্ব পর্যন্ত শাসন করেন তিনি। পরবর্তী রাজা ডেভিডের শাসনকাল শেষ হয় ৯৭০ খ্রিস্ট পূর্বাব্দে। আর ৯৩১ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত প্রাচীন ইহুদি রাজ্যের রাজা ছিলেন সলোমন। সব মিলিয়ে মোট ১২০ বছর রাজ্য শাসন করেছিলেন তাঁরা।’’
প্রাচীন ইহুদি রাজাদের আমলে পশ্চিম এশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধির কথা পোস্ট করা মানচিত্রের নীচে উল্লেখ করেছে তেল আভিভ। ওই সময়ে ইহুদিদের ধর্মীয় এবং সাংস্কৃতিক বিকাশ ঘটেছিল বলেও সেখানে দাবি করা হয়েছে। কথিত মানচিত্রটিকে ইজ়রায়েলের ‘ঐতিহাসিক উত্তরাধিকার’ বলে উল্লেখ করেছে নেতানিয়াহু সরকার।
আরব দেশগুলি একে ‘বৃহত্তর ইহুদিভূমি’ তৈরির চক্রান্ত বলে কড়া সমালোচনা করেছে। এ ভাবে ‘মনগড়া’ মানচিত্র প্রকাশ করে ইজ়রায়েল তাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে বলে বিবৃতি দিয়েছে জর্ডন, সিরিয়া এবং লেবানন। এই তিন দেশের সঙ্গে গলা চড়িয়েছে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি। ফলে পশ্চিম এশিয়ায় তেল আভিভের বিরুদ্ধে নতুন করে আরব মুলুকগুলির জোট বাঁধার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা।
এই ইস্যুতে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে জর্ডনের বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়েছে, ‘‘চরম ডানপন্থী মনোভাবাপন্ন ইজ়রায়েলের সরকার এই মানচিত্র প্রকাশ করেছে। এখানে ইহুদিদের ষড়যন্ত্রের স্পষ্ট ছবি দেখা যাচ্ছে। প্যালেস্টাইন প্রতিষ্ঠায় বাধা দেওয়াই তেল আভিভের একমাত্র উদ্দেশ্য। সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তাদের।’’
অন্য দিকে সংযুক্ত আরব আমিরশাহি ইজ়রায়েলের এই ‘ঐতিহাসিক মানচিত্র’ প্রকাশকে উস্কানিমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। এর ফলে গোটা এলাকার শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করে এই আরব দেশ। এ ব্যাপার আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আবু ধাবি।
সৌদি আরব আবার ইজ়রায়েলের ‘প্রাচীন মানচিত্র’ প্রকাশকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছে। পাশাপাশি, এর ফল ইহুদিদের ভুগতে হবে বলে হুমকিও দিয়েছে মক্কা-মদিনার দেশ। একই ধরনের বিবৃতি জারি করেছে কাতাদের বিদেশ মন্ত্রক। যদিও এগুলিকে একেবারেই পাত্তা নিতে নারাজ নেতানিয়াহুর সরকার।
ইজ়রায়েলের দাবি, হিব্রু বাইবেল ‘তোরাহ্’তে বৃহত্তর ইহুদিভূমির উল্লেখ রয়েছে। সেখানে ইরাকের ইউফ্রেটিস থেকে মিশরের নীল নদ পর্যন্ত এলাকাকে ‘ইহুদিদের মাতৃভূমি’ বলা হয়েছে। অর্থাৎ লেবানন, সিরিয়া, জর্ডন, ইরাক, মিশর, গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কের এলাকা নিয়ে গড়ে উঠবে ‘বৃহত্তর ইজ়রায়েল’।
ইজ়রায়েলকে নিয়ে আরব দেশগুলির আতঙ্ককে একেবারে অমূলক বলা চলে না। ২০২৩ সালের ৭ ডিসেম্বর প্যালেস্টাইনের গাজা থেকে ইহুদিভূমিকে ঢুকে হামলা চালায় ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হামাস। সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দেড় বছর পর গাজার অধিকাংশ এলাকা দখল করেছে ইহুদি ফৌজ। নিজেদের অধিকারে থাকা ওই এলাকা ছাড়তে নারাজ তেল আভিভ।
গত বছরের (পড়ুন ২০২৪) ডিসেম্বরে সিরিয়ায় আসাদ-আল বাশারের সরকারের পতন ঘটায় হায়াত তাহিরর আল-শাম নামের বিদ্রোহী গোষ্ঠী। রাজধানী দামাস্কাস দখল করে তারা। সঙ্গে সঙ্গেই গোলান মালভূমির (পড়ুন গোলান হাইটস্) দিক থেকে ইজ়রায়েল ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) সিরিয়ার জমি কব্জা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেই মতো প্রতিবেশী দেশটির বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে ইহুদি সেনা।
সম্প্রতি ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গলায় শোনা গিয়েছে ‘বৃহত্তর ইহুদিভূমি’র কথা। তিনি বলেছেন, ‘‘ভবিষ্যতে দামাস্কাস পর্যন্ত প্রসারিত হবে দেশ।’’ ১৯৬৭ সালে বিখ্যাত ‘ছ’দিনের যুদ্ধে’ ইজ়রায়েল বিজয়ী হলে ‘বৃহত্তর ইহুদিভূমি’ তৈরির চর্চায় হাওয়া লেগেছিল। পরবর্তীকালে অবশ্য সেই দাবি অনেকটাই স্তিমিত হয়ে যায়।
গত বছরের (পড়ুন ২০২৪) ২৪ সেপ্টেম্বর ইজ়রায়েলি সংবাদমাধ্যম ‘দ্য জেরুজ়ালেম পোস্ট’-এ একটি প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানে লেবাননকে ইহুদিভূমির অংশ বলে দাবি করা হয়েছিল। পরে অবশ্য এই নিয়ে বিতর্ক দানা বাঁধায় প্রবন্ধটি সরিয়ে দেন তাঁরা।
এ বছরের (পড়ুন ২০২৫) ২০ জানুয়ারি দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সম্প্রসারণের পক্ষে সওয়াল করেছেন তিনি। ফলে বর্ষীয়ান রিপাবলিকান নেতা কুর্সিতে বসলে ‘বৃহত্তর ইজ়রায়েল’ প্রতিষ্ঠার পালে নতুন করে হাওয়া লাগার সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময়ে ‘আমেরিকাকে মহান’ করার ডাক দেন ট্রাম্প। সেই অবস্থান থেকে একচুলও নড়েননি তিনি। প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগে কানাডা এবং গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্তিকরণের কথা বলেছেন তিনি। পাশাপাশি, পানামা খালের অধিকারও ওয়াশিংটনের হাতে থাকার কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। এ ছাড়া মেক্সিকো উপসাগরের নাম বদল করতে চান ট্রাম্প।
আমেরিকা ছাড়াও ‘বৃহত্তম ইহুদিভূমি’ তৈরির ক্ষেত্রে পশ্চিমি দেশগুলির মধ্যে ব্রিটেনের সমর্থন ইজ়রায়েলের দিকে থাকবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা। সমালোচকেরা ইহুদিদের পতাকার দু’টি নীল রংকে দু’টি নদী বলে উল্লেখ করে থাকেন। সেগুলি হল, ইউফ্রেটিস এবং নীল নদ। যদিও এই ধারণাকে অস্বীকার করে ইজ়রায়েল।
সব ছবি: সংগৃহীত।