IPL 2023

শুক্রবার লখনউয়ের বিরুদ্ধে আইপিএলে ঘুরে দাঁড়াতে হায়দরাবাদের ভরসা রামধনুর দেশ

শুক্রবার দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামতে চলেছে হায়দরাবাদ। তাদের ভরসা রামধনুর দেশ। কোন কোন ক্রিকেটারে আস্থা রাখতে চলেছে তারা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ১৩:০৩
SRH

জয়ে ফিরতে মরিয়া হায়দরাবাদ। ছবি: আইপিএল

প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামতে চলেছে তারা। সেই ম্যাচে হায়দরাবাদ দলের ভরসা রামধনুর দেশ। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। সেই দেশের তিন ক্রিকেটার দলে যোগ দিয়েছেন। তাঁদের দিয়েই আইপিএল বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখছে হায়দরাবাদ।

হায়দারাবাদের অধিনায়ক এডেন মার্করাম আগের ম্যাচে খেলতে পারেননি। দলকে নেতৃত্ব দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। তিনি নেতা হিসাবে একেবারেই সফল হননি। ৮২ রানে হেরে যায় তাঁর দল। এই ম্যাচে মার্করামই দলের দায়িত্ব কাঁধে তুলে নেবেন। শুধু তাই নয়, মার্কো জানসেন এবং হেনরিখ ক্লাসেনও হায়দরাবাদ দলে যোগ দিচ্ছেন। জানসেন যেমন বোলিং বিভাগে দলের শক্তি বাড়াবেন, তেমনই ব্যাটিংয়ের ক্ষেত্রে ক্লাসেনের আগ্রাসী মানসিকতা সাহায্য করবে হায়দরাবাদকে।

Advertisement

২০২১-এ সবার তলায় শেষ করেছিল হায়দরাবাদ। গত বারও ফল ভাল হয়নি। ২০১৬-য় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে কোনও বারই তারা আকর্ষণীয় ফল করতে পারেনি। নিলামের টেবিলে একাধিক ক্রিকেটারের জন্যে ঝাঁপিয়েও খুব ভাল নাম নেই দলে। আপাতত তাই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের উপরেই ভরসা করতে চাইছে তারা।

রাজস্থান ম্যাচে টি নটরাজন ছাড়া আর কেউ সে ভাবে বল হাতে সফল হতে পারেননি। ফজলহক ফারুকি এবং উমরান মালিক অনেক রান দিয়ে ফেলেছেন। স্পিন বিভাগেও ওয়াশিংটন সুন্দর এবং আদিশ রশিদ কাজে লাগেননি। ব্যাটে সাধারণ দেখিয়েছে মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠিদের।

লখনউ দলেও রয়েছেন এক প্রোটিয়া। তিনি কুইন্টন ডি’কক। তাঁরও প্রথম একাদশে ফেরার কথা। তবে কেএল রাহুলের ছন্দে চিন্তার কারণ হতে পারে। বল হাতে রবি বিষ্ণোই দু’টি ম্যাচেই ভরসা দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন