SRF Recruitment 2025

গবেষণা প্রকল্পে কাজের সুযোগ বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে, কবে ইন্টারভিউ?

প্রকল্পটিতে প্রথমে ছ’মাস থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৫:০৮
বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়।

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে সুযোগ।

Advertisement

গবেষণা প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রথমে ছ’মাস থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বৃদ্ধি হতে পারে। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। মহিলা প্রার্থীর বয়স ৩৫ এবং পুরুষ প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ২৮ জানুয়ারি বেলা ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে সকাল ১০টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। কী কী নথি প্রয়োজন জানতে বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাওয়া জরুরি। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য ও শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন