IPL 2024

এখনও জয় নেই আইপিএলে, মুম্বই অধিনায়ক গুজরাতের মন্দিরে পুজো দিলেন

গত বছরও হার্দিক গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন। হার্দিকের জন্ম গুজরাতে। সেখানেই মুম্বই দল ঘুরতে গিয়েছিল। ক্রিকেটে ফেরার আগে সোমনাথ মন্দিরে পুজো দিলেন মুম্বই অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ২২:০৬
Hardik Pandya

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

গুজরাতের সোমনাথ মন্দিরে পুজো দিয়ে এলেন হার্দিক পাণ্ড্য। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত জয় পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। সেই দলের অধিনায়ক হার্দিক। গত বছর তিনি গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন। হার্দিকের জন্ম গুজরাতে। সেখানেই মুম্বই দল ঘুরতে গিয়েছিল। ক্রিকেটে ফেরার আগে সোমনাথ মন্দিরে পুজো দিলেন মুম্বই অধিনায়ক।

Advertisement

১ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে যায় মুম্বই। পরের ম্যাচ রবিবার। মাঝে ছ’দিনের সময় ছিল মুম্বইয়ের হাতে। সেই সময় গোটা দল গুজরাতে চলে যায় ঘুরতে। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রকাশ করা একটি ভিডিয়োতে দেখা যায় হার্দিক সোমনাথ মন্দিরে পুজো দিচ্ছেন।

এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে মুম্বই। তিনটিতেই হেরেছেন হার্দিকেরা। আমদাবাদে হার্দিকের পুরনো দল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হার দিয়ে শুরু। এর পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরে যায় তারা। সেই ম্যাচে ২৭৭ রান করেছিল হায়দরাবাদ। সেই রান তাড়া করতে নেমে মুম্বই তোলে ২৪৬ রান। তাতে জয় আসেনি। শেষ ম্যাচে মুম্বই হারে রাজস্থানের বিরুদ্ধে। লিগ তালিকায় এখনও সকলের নীচে পাঁচ বারের আইপিএলজয়ী দল। ৭ এপ্রিল জিতে আইপিএলে জয়ের সরণিতে ফিরতে চাইবেন হার্দিক। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওয়াংখেড়েতে খেলবে মুম্বই। সেই ম্যাচের আগেই পুজো দিলেন অধিনায়ক।

দিল্লি ম্যাচের আগে সূর্যকুমার যাদবকে দলে ফিরে পেয়েছে মুম্বই। এত দিন চোটের কারণে খেলতে পারছিলেন না তিনি। সূর্য দলে ফেরায় মুম্বইয়ের ব্যাটিং আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন
Advertisement