IPL 2024

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন ভারতের ‘দ্রুততম’ পেসার? ভাবছেনই না মায়াঙ্ক যাদব

অভিষেক ম্যাচে সেরার পুরস্কার পেয়েছিলেন মায়াঙ্ক যাদব। পরের ম্যাচেও সেরা হন তিনি। আইপিএলের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি। সেই মায়াঙ্ক কি আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১৯:০২
mayank yadav

মায়াঙ্ক যাদব। —ফাইল চিত্র।

এ বারের আইপিএলে দ্রুততম বলটি করেছেন মায়াঙ্ক যাদব। অভিষেক ম্যাচে সেরার পুরস্কার পেয়েছিলেন। পরের ম্যাচেও সেরা হন তিনি। আইপিএলের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি। সেই মায়াঙ্ক কি আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন? এখনই সে স্বপ্ন দেখছেন না তিনি।

Advertisement

এ বারের আইপিএলে বড় চমক মায়াঙ্ক। নিয়মিত ১৫০ কিলোমিটার গতিতে বল করে যাচ্ছেন। এমন এক জন পেসারকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটারেরাও। মায়াঙ্ক যদিও বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমি এখনই ভাবছি না। আমি শুধু ভাল বল করে যেতে চাই। এখন ভাল বল করছি, তাই ভাল লাগছে। আমি এখনকার পারফর্ম্যান্সেই নজর দিতে চাই। আইপিএলেই মন দিতে চাই আপাতত।”

দিল্লিতে জন্ম ২১ বছরের তরুণ মায়াঙ্কের। আইপিএলে ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করেছেন তিনি। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে সেটিই সর্বোচ্চ গতির বল। তবে সেই সব নিয়ে ভাবেন না মায়াঙ্ক। তিনি বলেন, “আমি জোরে বল করার চেষ্টা করি না। ওটা আমার সহজাত স্বভাব। আমি লাইন এবং লেংথ ঠিক রাখার চেষ্টা করি। সেই সঙ্গে চেষ্টা করি দল যে দায়িত্বটা আমাকে দিচ্ছে সেটা পালন করার। ছোটবেলা থেকেই আমি জোরে বল করতে পারি। সেই ভাবেই আমাকে তৈরি করা হয়েছিল। আমাকে অনেকে উপদেশ দিয়েছিলেন গতি বৃদ্ধি করার। সেই উপদেশ আমার কাজে লেগেছে।”

Advertisement
আরও পড়ুন