Coffee Face Mask

ত্বককে দ্রুত উজ্জ্বল করতে পারে কফি! শীতের আগেই শুরু হোক কফি দিয়ে ত্বক পরিচর্যা

এমনিতে কফি দিয়ে নানারকম রূপটান বানানো যায়। কফির সঙ্গে মধু কিংবা দই-হলুদ বা অ্যালোভেরার জেল মিশিয়েও মুখে মাখেন অনেকে। তবে ত্বকে দ্রুত ঔজ্জ্বল্য আনতে হলে কফির সঙ্গে মেশাতে হবে পাতিলেবুর রস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ২০:৩৪

ছবি : সংগৃহীত।

শীতের কফির স্বাদ অন্যরকম! ঠান্ডায় জমে যাওয়া হাতের তালুতে জড়িয়ে ধরা কফির কাপ, গলা বেয়ে নেমে যাওয়া উষ্ণ তরল নাকে কফির গন্ধ— সব মিলিয়ে কফির ছোঁয়ায় কিছু ক্ষণের জন্য বিদায় নেয় ঠান্ডাবোধ। শীতের আঁচ ধীরে ধীরে উপলব্ধি হচ্ছে শহরেও। চায়ের বদলে কফির কৌটোর দিতে হাত যাচ্ছে বেশি। কফির গুঁড়োকে কাজে লাগাতে পারেন ত্বকের পরিচর্যাতেও। রূপটান শিল্পীরা বলছেন, ত্বকে দ্রুত ঔজ্জ্বল্য আনতে কফির জুরি মেলা ভার।

Advertisement

এমনিতে কফি দিয়ে নানারকম রূপটান বানানো যায়। কফির সঙ্গে মধু কিংবা দই-হলুদ বা অ্যালোভেরার জেল মিশিয়েও মুখে মাখেন অনেকে। তবে ত্বকে দ্রুত ঔজ্জ্বল্য আনতে হলে কফির সঙ্গে মেশাতে হবে পাতিলেবুর রস।

কী ভাবে ব্যবহার করবেন?

১। এক টেবিল চামচ কফির পাউডারের সঙ্গে এক টেবিলচামচ পাতিলেবুর রস ভাল ভাবে মিশিয়ে নিন।

২। মিশ্রণটি মুখে, হাতে, গলায় লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ঘষে ধুয়ে ফেলুন।

কী কী উপকার?

কফি আর লেবু রোদে পুড়ে যাওয়া ত্বকের পুড়ে যাওয়া ভাব দূর করে। প্রাকৃতিক ভাবে ‘ব্লিচ’ করে। মৃতকোষ সরিয়ে দেয়। নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। কফিতে আছে ত্বক পরিষ্কার এবং দূষণমুক্ত করার গুণ। যা ত্বকে বাড়তি ঔজ্জ্বল্য দেয়।

আরও পড়ুন
Advertisement