ফিল সল্ট। —ফাইল চিত্র।
২৬ বল বাকি থাকতে ম্যাচ কলকাতা। হাতে ৮ উইকেটও ছিল। রানরেট বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে এই ম্যাচ।
দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে চলেছেন ফিল সল্ট। অর্ধশতরান করে ফেললেন তিনি। ২৬ বলে অর্ধশতরান করলেন সল্ট।
৬ ওভারে ৫৮ রান করল কলকাতা। দ্রুত রান তুলছে তারা। উইকেটের খোঁজে লখনউ।
কলকাতা ২ উইকেট হারালেও দ্রুত রান তুলছে। ৪ ওভারে ৪৪ রান তুলে নিয়েছে তারা। জয়ের জন্য বাকি ১১৮ রান।
রান পেলেন না অঙ্গকৃশও। সেই মোহসিনের বলেই আউট হলেন তিনি। ১৬২ রান তারা করতে নেমে দ্বিতীয় উইকেট হারাল কেকেআর।
মাত্র ৬ রান করে আউট নারাইন। মোহসিন খানের বলে ক্যাচ দিলেন কেকেআরের ওপেনার।
কলকাতার বিরুদ্ধে ইডেনে ১৬১ রান তুলল লখনউ। শেষ ওভারে স্টার্ক মাত্র ৬ ওভার দিলেন। ম্যাচে তিন উইকেট তাঁর। রান আটকে রাখার কাজটা করলেন সুনীল নারাইন। ৪ ওভারে মাত্র ১৭ রান দিলেন তিনি। একটি উইকেটও নিয়েছেন। জিততে হলে কলকাতার চাই ১৬২ রান।
রান তুলতে পারছে না লখনউ। ১৬ ওভারে উঠল মাত্র ১১৮ রান। কলকাতার বোলারেরা রান আটকে রেখেছেন সুনীল নারাইনেরা। ৫ উইকেটও হারিয়েছে লখনউ।
আয়ুশ বাদোনিকে আউট করলেন সুনীল নারাইন। ক্যারিবিয়ান স্পিনারের বলে সুইপ করতে গিয়ে আউট হলেন বাদোনি।
বরুণ চক্রবর্তীর বল স্টোইনিসের ব্যাটে লেগে পায়ে লাগে। সেই বল উপরের দিকে উঠে গিয়েছিল। সুযোগ সন্ধানী উইকেটরক্ষক ফিল সল্ট তৈরি ছিলেন। বলের উপর নজর ছিল তাঁর। লাফিয়ে গিয়ে ক্যাচ নিলেন তিনি।
রাসেলের প্রথম বলে ছক্কা মেরেছিলেন রাহুল। পরের বলেই ক্যাচ দিলেন তিনি। ২৭ বলে ৩৯ রান করে আউট রাহুল।
কলকাতার ম্যাচ দেখতে এসেছেন শাহরুখ খান। সঙ্গে রয়েছেন অনন্যা পাণ্ডে। শাহরুখ-কন্যা সুহেনাও রয়েছেন।
পাওয়ার প্লে-র শেষ ওভারে ১০ রান দিলেন হর্ষিত রানা। ষষ্ঠ ওভারে ১০ রান হওয়ায় পাওয়ার প্লে-তে লখনউ তুলল ৪৯ রান।
ইডেনের পিচ ব্যাটিং সহায়ক। কিন্তু সেই পিচে পাওয়ার প্লে-র সুবিধা নিতে ব্যর্থ লখনউ। প্রথম ৫ ওভারে উঠল ৩৯ রান। আউট ডি’কক এবং হুডা।
শরীর ছুড়ে ক্যাচ নিলেন রমনদীপ। স্টার্কের বলে আউট হুডা।
লখনউ ৪ ওভারে মাত্র ৩৪ রান তুলল। রান আটকে রেখেছেন কলকাতার বোলারেরা। একটি মাত্র উইকেট হারালেও রান তুলতে পারছেন না লোকেশ রাহুলেরা।
অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট কুইন্টন ডি’কক। শর্ট থার্ড ম্যানে থাকা সুনীল নারাইনের হাতে ক্যাচ দিলেন তিনি। ৮ বলে ১০ রান করে আউট ডি’কক।
মিচেল স্টার্কের প্রথম বলেই চার মারলেন কুইন্টন ডিকক। দ্বিতীয় বলেও চার মারেন তিনি। প্রথম ওভারে ১০ রান দিলেন স্টার্ক। শুরুতেই উইকেট চাই কলকাতার। সেটা প্রথম ওভারে এনে দিতে পারলেন না অস্ট্রেলিয়ার বোলার।
কলকাতার প্রথম একাদশে নেই রিঙ্কু সিংহ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামতে পারেন তিনি।
শ্রেয়স টস জিতলেন। তিনি বল করার সিদ্ধান্ত নিলেন। ইডেনে আগে বল করবেন মিচেল স্টার্কেরা। লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলও বললেন যে, তিনি টস জিতলে বল করতেন।