Kolkata Knight Riders

দাদার শহরের বিরুদ্ধে দাদার দল, জয়হীন দিল্লির মুখোমুখি হারের হ্যাটট্রিকের মুখে থাকা কলকাতা

বৃহস্পতিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হবে দুই দল। দিল্লি বনাম কলকাতা এখনও পর্যন্ত ৩১টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৬ বার জিতেছে কলকাতা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ০৯:০৯
Sourav Ganguly

লড়াই এখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরের দলের বিরুদ্ধে তাঁর দলের। —ফাইল চিত্র

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস। যে লড়াই এখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের শহরের দলের বিরুদ্ধে তাঁর দলের। দিল্লি দলের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ। এক সময় তিনি নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন। প্রথম বারের আইপিএলে তাঁর উপরেই ভরসা রেখেছিলেন নাইট মালিক শাহরুখ খান। পরে সেই সম্পর্কে বহু ধাক্কা লেগেছিল বলে শোনা যায়। এ বার সেই কলকাতাই খেলবে দিল্লির বিরুদ্ধে।

বৃহস্পতিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি হবে দুই দল। দিল্লি বনাম কলকাতা এখনও পর্যন্ত ৩১টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৬ বার জিতেছে কলকাতা। ১৪ বার জিতেছে দিল্লি। একটি ম্যাচ ভেস্তে যায়। শেষ পাঁচ বারের লড়াইয়ে এগিয়ে রয়েছে দিল্লি। তিন বার জিতেছে তারা। এ বারের আইপিএলে যদিও দিল্লি এখনও পর্যন্ত কোনও ম্যাচেই জিততে পারেনি। চাপ রয়েছে দিল্লির ক্রিকেটারদের উপর। সৌরভদের উপরেও সেই চাপ রয়েছে।

Advertisement

দিল্লি দলের কোচ রিকি পন্টিং। যিনি নিজে এক সময় নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। দিল্লির বোলিং কোচ অজিত আগরকর। তিনি কলকাতার প্রাক্তন পেসার। ইশান্ত শর্মা রয়েছেন দিল্লি দলে। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি তিনি। প্রাক্তন নাইটরা সাধারণত কেকেআরের বিরুদ্ধে ভাল খেলে। এই যুক্তিতে বৃহস্পতিবারের ম্যাচে ইশান্তকে খেলতে দেখা যাবে কি না সেই দিকেও নজর থাকবে।

কলকাতা নিজেদের শেষ দু’টি ম্যাচ হেরেছে। আমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংহ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে জেতানোর পর থেকেই হেরে চলেছে কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরেছে। মুম্বইয়ে গিয়ে রোহিত শর্মাদের বিরুদ্ধেও হেরেছে। দু’টি ম্যাচেই ওপেনাররা সাফল্য পাননি। কেকেআর দলে রয়েছেন জেসন রয় এবং লিটন দাসের মতো দুই ওপেনার। তাঁদের কাউকে বৃহস্পতিবার দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা। কেকেআরের চিন্তা রয়েছে আন্দ্রে রাসেলকে নিয়েও। এখনও পর্যন্ত সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রাসেল।

সন্ধে ৭.৩০ মিনিটে শুরু ম্যাচ। টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টসে। মোবাইলে খেলা দেখা যাবে জিয়োসিনেমাতে।

কলকাতা নিজেদের শেষ দু’টি ম্যাচ হেরেছে। আমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংহ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে জেতানোর পর থেকেই হেরে চলেছে কেকেআর। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হেরেছে। মুম্বইয়ে গিয়ে রোহিত শর্মাদের বিরুদ্ধেও হেরেছে। দু’টি ম্যাচেই ওপেনাররা সাফল্য পাননি। কেকেআর দলে রয়েছেন জেসন রয় এবং লিটন দাসের মতো দুই ওপেনার। তাঁদের কাউকে বৃহস্পতিবার দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা। কেকেআরের চিন্তা রয়েছে আন্দ্রে রাসেলকে নিয়েও। এখনও পর্যন্ত সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রাসেল।

সন্ধে ৭.৩০ মিনিটে শুরু ম্যাচ। টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টসে। মোবাইলে খেলা দেখা যাবে জিয়োসিনেমাতে।

Advertisement
আরও পড়ুন