IPL 2023

হারের হ্যাটট্রিকের জের! ইডেনে ধোনিদের সামনে নামার আগে পয়েন্ট তালিকায় কোথায় কেকেআর?

রবিবার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে আইপিএলের পয়েন্ট তালিকায় কোথায় রয়েছেন নীতীশ রানারা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ১১:১০
Picture of KKR cricketers

এ বারের আইপিএলের শুরুটা ভাল করলেও পর পর তিনটি ম্যাচ হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। —ফাইল চিত্র

পর পর তিন ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। তার ফলে পয়েন্ট তালিকায় অনেকটা নীচে নেমে গিয়েছে তারা। পিছনে থাকা কয়েকটি দল কেকেআরকে টপকে পয়েন্ট তালিকায় উপরে উঠে এসেছে।

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচ জিতেছে কেকেআর। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে তারা। তবে নেট রানরেট (+০.২১৪) এখনও খুব খারাপ নেই তাদের। ফলে পরের ম্যাচে পয়েন্ট পেলে তালিকায় কিছুটা ওঠার সুযোগ রয়েছে নাইটদের।

Advertisement

কলকাতার নীচে রয়েছে মাত্র দু’টি দল। ৬ ম্যাচে ৪ পয়েন্ট থাকলেও নেট রানরেট কম থাকায় কলকাতার ঠিক পরে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট তালিকার শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। ৬ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২।

আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস। ৬ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। ৬ ম্যাচ খেলে একই পয়েন্ট লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের। কিন্তু নেট রানরেট কম থাকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে তারা। ৪ নম্বরে গুজরাত টাইটান্স। গত বারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৫ ম্যাচে ৬। একটি কম ম্যাচ খেলেছেন হার্দিক পাণ্ড্যরা। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একই পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তবে একটি ম্যাচ কম খেলেছেন তাঁরা। ৬ ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস।

রবিবার ইডেনে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় কয়েক ধাপ ওঠার সুযোগ রয়েছে তাদের। নইলে এ বারের আইপিএলের প্লে-অফে ওঠার লড়াই থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা বাড়তে শুরু করবে নাইটদের।

আরও পড়ুন
Advertisement