আম্পায়ারের ভুল কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে। — ফাইল চিত্র
আইপিএলের দ্বিতীয় ম্যাচেই আম্পায়ারের ভুল। কলকাতা বনাম পঞ্জাবের ম্যাচে পাঁচ বল হওয়ার পরেই ওভার ডেকে দিলেন আম্পায়ার। ফিল্ডাররা চলে গেলেন নিজেদের পজিশনে। তৃতীয় আম্পায়ার সতর্ক করার পর আবার বোলারকে ফিরতে হল শেষ বলটি করতে।
পঞ্জাবের ব্যাটিং চলাকালীন নবম ওভারে এই ঘটনা ঘটে। কলকাতার শার্দূল ঠাকুর বল করছিলেন। প্রথম পাঁচটি বল হওয়ার পরেই আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ওভার দিয়ে দেন। দু’দলের ক্রিকেটাররাও প্রথমে ব্যাপারটা ধরতে পারেননি। শার্দূল আম্পায়ারের থেকে টুপি নিয়ে ফিরে যান বাউন্ডারির ধারে ফিল্ডিং করতে। তখনই ওয়াকিটকিতে তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল নির্দেশ পাঠান অক্সেনফোর্ডকে। ভুল বুঝতে পারেন ইংরেজ আম্পায়ার। তখনই ষষ্ঠ বল করার জন্য আবার ডেকে নেন শার্দূলকে।
গত বারেও এক আম্পায়ার একই ধরনের ভুল করেছিলেন। আধুনিক ক্রিকেটে বলের সংখ্যা গোনার জন্য বিশেষ একটি যন্ত্র ব্যবহার করেন আম্পায়াররা। তার পরেও এই ধরনের ভুল হওয়ায় প্রশ্ন উঠেছে।