IPL 2023

এক ‘লাফে’ আইপিএলের বাইরে উইলিয়ামসন, চেন্নাইকে হারিয়েও অস্বস্তিতে হার্দিকের গুজরাত

জয় দিয়ে শুরু করলেও আইপিএলের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেল গুজরাত। হাঁটুর চোটের জন্য আইপিএলের বাকি ম্যাচগুলি সম্ভবত খেলতে পারবেন না হার্দিকের দলের অভিজ্ঞ ব্যাটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৩:৩৯
picture of Kane Williamson

চেন্নাইয়ের বিরুদ্ধে উইলিয়ামসনের চোট পাওয়ার মুহূর্ত। ছবি: আইপিএল।

প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে গুজরাত টাইটান্স আইপিএল অভিযান শুরু করেও ধাক্কা খেতে হল। হার্দিক পাণ্ড্যরা গোটা প্রতিযোগিতাতেই আর পাবেন না কেন উইলিয়ামসনকে। শুক্রবার ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

চেন্নাইয়ের বিরুদ্ধে অনেকটা লাফিয়ে একটি ছয় বাঁচানোর চেষ্টা করেছিলেন উইলিয়ামসন। ছয় বাঁচাতে পারলেও মাটিতে পড়ার সময় হাঁটুতে চোট পান তিনি। তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করার সময় অনেকটা লাফিয়ে উড়ে আসা বল ধরলেও মাটিতে নামার সময় উইলিয়ামসনের পা ঠিক মতো পড়েনি। মাঠেই শুশ্রূষা শুরু হয় নিউ জ়িল্যান্ডের অভিজ্ঞ ব্যাটারের। ছুটে আসেন দু’দলের ফিজিয়ো। চেন্নাইয়ের ইনিংসের ১৩তম ওভারে এই ঘটনার পর সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে দলের হয়ে ব্যাট করতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে গুজরাতের হয়ে ব্যাট করতে নামেন সাই সুদর্শন।

Advertisement

উইলিয়ামসনের চোট নিয়ে আশঙ্কা তৈরি হলেও শুক্রবার গুজরাতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গুজরাতের মেন্টর গ্যারি কার্স্টেন শুধু বলেছিলেন, ‘‘উইলিয়ামসনকে দেখে ভাল লাগছে না। আশা করব খারাপ কিছু হবে না। পরীক্ষার পর বোঝা যাবে চোট কতটা গুরুতর।’’ কার্স্টেন-সহ গুজরাত শিবিরকে আশাহত করেছে উইলিয়ামসনের মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট। গুজরাত শিবির সূত্রে জানা গিয়েছে, তাঁর ডান হাঁটুর চোট যথেষ্ট গুরুতর। সারতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে এ বারের আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। যদিও গুজরাত ফ্র্যাঞ্চাইজ়ির তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

গত বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন উইলিয়ামসন। এ বার তাঁকে রাখেনি হায়দরাবাদ। নিলামে ২ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল গুজরাত। দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা ছিলেন তিনি। উইলিয়ামসনের চোট সমস্যায় ফেলতে পারে হার্দিকদের।

Advertisement
আরও পড়ুন