Shimron Hetmyer

Shimron Hetmyer: ক্রিকেট জীবনে সব থেকে বড় কোচ স্ত্রী, কে বললেন এমন কথা

হেটমেয়ার বলেছেন, ‘‘রিভার্স সুইপ কী করে মারতে হয় সেটা জস বাটলারের কাছ থেকে শিখতে চাই। অনুশীলনে চেষ্টা করেছি। কিন্তু খালি আউট হয়ে যাই।’’

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২২ ২১:২০
স্ত্রীর সঙ্গে শিমরন হেটমেয়ার।

স্ত্রীর সঙ্গে শিমরন হেটমেয়ার। ছবি: টুইটার

তাঁর ক্রিকেট জীবনের সেরা কোচ কে? রাজস্থান রয়্যালসের ক্যারিবিয়ান ক্রিকেটার শিমরন হেটমেয়ার জানালেন সেই কোচের নাম। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগেই নিজের জীবনের সেরা কোচের নাম জানিয়েছেন হেটমেয়ার।

তিনি বলেছেন, ‘‘ক্রিকেট জীবনের প্রথম দু’বছর উইকেটে থিতু হওয়ার সুযোগ নিজেকে দিতাম না। এখন আমি উইকেটে গিয়ে প্রথম কয়েকটা বল দেখি। উইকেট বোঝার চেষ্টা করি। তারপর নিজের খেলা খেলি। আমার স্ত্রীই আমার সব থেকে বড় কোচ। আমরা দু’জনে কথা বলেই নিজের খেলায় পরিবর্তন এনেছি।’’

নিজের খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলার পর থেকেই সাফল্য পেতে শুরু করেন বলে জানিয়েছেন রাজস্থানের এই ব্যাটার। তার আগে ইনিংসের শুরুতেই প্রতিপক্ষকে বড্ড বেশি সুযোগ দিয়ে ফেলতেন তাঁকে আউট করার।

Advertisement

সাফল্যের সঙ্গে খেললেও এখনও বেশ কিছু জিনিস শেখা বাকি আছে বলেই মনে করেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। হেটমেয়ার বলেছেন, ‘‘রিভার্স সুইপ কী করে মারতে হয় সেটা জস বাটলারের কাছ থেকে শিখতে চাই। অনুশীলনে চেষ্টা করেছি। কিন্তু বার বার আউট হয়ে যাই। স্কুপ ব্যাটিংও শিখতে চাই। এটা মাঠের বাইরে থেকে দেখলে খুব সহজ মনে হয়। কিন্তু মোটেও তেমন নয়। ভারতে খেলাটা বেশ উপভোগ করি। ব্যাটারদের জন্য মাঠগুলো বেশ ভাল। ঈশ্বরকে ধন্যবাদ, যে আমি বোলার নই। যদিও মাঠগুলো সবার জন্যই বেশ ভাল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement