বিমানের মধ্যে রাজস্থান দল। ছবি: টুইটার থেকে
প্লে-অফে উঠতে এত বিপদে পড়তে হয়নি রাজস্থান রয়্যালসকে, যতটা পড়তে হল শনিবার কলকাতা আসতে গিয়ে। যে সময় কলকাতার আসার কথা ছিল সঞ্জু স্যামসনদের, সেই সময় কলকাতা জুড়ে কালবৈশাখীর দাপট। সেই দাপটে মাঝআকাশে বিপদে পড়েছিল রাজস্থান।
রবিবার একটি ভিডিয়ো পোস্ট করে রাজস্থান। সেখানে বিমানের ভিতরের ছবি তুলে ধরে তারা। দেখা যায় কালবৈশাখীর সময় পুরো বিমান ধোঁয়ায় ভর্তি। কাউকে দেখা যাচ্ছে না। কাউকে বলতে শোনা যায়, ‘‘ভাই মাটিতে নামিয়ে দাও।’’ এক সময় আলোও নিভে যায়। অনেকটা সময় পর শেষ পর্যন্ত নামতে পেরে হাঁফ ছেড়ে বাঁচেন সকলে। কোনও দিন এমন অভিজ্ঞতা হয়নি বলে জানালেন রাজস্থান দলের অনেকে।
🛫 Based on a true experience! 😂#RoyalsFamily | #HallaBol pic.twitter.com/p5KSFH09CB
— Rajasthan Royals (@rajasthanroyals) May 22, 2022
মাঝআকাশে হঠাৎ বিমান ভর্তি ধোঁয়া, আলো নিভে যাওয়ার দাপটে কলকাতা আসতে গিয়েই বিধ্বস্ত হয়ে যায় রাজস্থান। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে ওঠা রাজস্থানের ম্যাচ রয়েছে মঙ্গলবার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে হবে তাদের। সেই ম্যাচের আগে এই মানসিক ধকলে গোটা দল বিধ্বস্ত।