IPL 2022

IPL 2022: পঞ্জাব জেতায় লিগ তালিকায় আবার নামল কলকাতা, কোথায় দাঁড়িয়ে শ্রেয়সরা

আইপিএলের লিগ তালিকার শীর্ষেই রয়েছে গুজরাত টাইটান্স। পঞ্জাবের কাছে হারলেও অবস্থানে কোনও পরিবর্তন হয়নি হার্দিক পাণ্ড্যদের। তবে তাঁদের রানরেট কিছুটা কমেছে। দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে কোনও বদল হয়নি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ মে ২০২২ ২৩:৩৮
আরও পিছিয়ে গেলেন শ্রেয়সরা

আরও পিছিয়ে গেলেন শ্রেয়সরা ফাইল চিত্র

গুজরাত টাইটান্সকে হারিয়ে লিগ তালিকায় উপরে উঠল পঞ্জাব কিংস। সেই সঙ্গে আরও নীচে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স। সপ্তম থেকে অষ্টম স্থানে নেমে গেলেন শ্রেয়স আয়াররা। অন্য দিকে অষ্টম থেকে সরাসরি পঞ্চম স্থানে উঠে এল পঞ্জাব।
আইপিএলের লিগ তালিকার শীর্ষেই রয়েছে গুজরাত টাইটান্স। পঞ্জাবের কাছে হারলেও অবস্থানে কোনও পরিবর্তন হয়নি হার্দিক পাণ্ড্যদের। তবে তাঁদের রানরেট কিছুটা কমেছে। দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে কোনও বদল হয়নি। এই ম্যাচের আগে পর্যন্ত অষ্টম স্থানে ছিল পঞ্জাব। এক ম্যাচে জয় তাদের তিন ধাপ উপরে তুলে দিয়েছে। হায়দরাবাদ, পঞ্জাব ও বেঙ্গালুরুর পয়েন্ট এক হলেও রানরেটের বিচারে চার, পাঁচ ও ছ’নম্বরে রয়েছে তারা।

Advertisement

পঞ্জাব উঠে যাওয়ায় এক ধাপ নেমেছে কলকাতা। ১০ ম্যাচে শ্রেয়সদের পয়েন্ট ৮। রানরেট +০.০৬০। কলকাতার নীচে রয়েছে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement
আরও পড়ুন