হতাশ উইলিয়ামসন। ছবি: আইপিএল
দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজয়ের পর প্রতিপক্ষের দুই ব্যাটারের প্রশংসা শোনা গেল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের গলায়। সেই দুই ব্যাটারের এক জন আইপিএলে তাঁরই প্রাক্তন সতীর্থ ডেভিড ওয়ার্নার।
বৃহস্পতিবারের ম্যাচে ওয়ার্নার খেলেন অপরাজিত ৯২ রানের ইনিংস। পাশাপাশি রভমান পাওয়েলের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬৭ রানের ইনিংস। দু’জনের অবিচ্ছিন্ন জুটিতে উঠেছে ১২২ রান। মূলত এই দুই ব্যাটারের দাপটের সামনেই হারতে হয়েছে উইলিয়ামসনদের। এই নিয়ে প্রতিযোগিতায় পর পর তিন ম্যাচ হারল হায়দরাবাদ।
দিল্লির দুই ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিং থামাতে না পারাকেই হারের কারণ হিসেবে চিহ্নিত করেছেন উইলিয়ামসন। তিনি বলেছেন, ‘‘ওয়ার্নার এবং পাওয়েল দু’টো দুর্দান্ত ইনিংস খেলল। ওদের ইনিংসগুলোই দিল্লিকে জয়ের জায়গায় পৌঁছে দেয়।’’ প্রথমে ব্যাট করে দিল্লি তাঁদের সামনে বড় লক্ষ্য দিয়েছিল। উইলিয়ামসন মনে করেন রান তাড়া করার ক্ষেত্রে তাঁর দলের ব্যাটারদের আরও আগ্রাসী হতে হবে। বলেছেন, ‘‘ইনিংসের মাঝামাঝি সময়েই মনে হয়েছিল ওরা বড় ইনিংস গড়বে। আমাদের ব্যাটারদের রান তাড়া করার ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হতে হবে। নিজেদের বিশ্বাস করতে হবে, এই রান তাড়া করা সম্ভব।’’
দলের ব্যাটিং ব্যর্থতা সম্পর্কে উইলিয়ামসন বলেছেন, ‘‘মাঠটা যথেষ্ট ছোট ছিল। কিছু শিশিরও পড়েছে। হাতে উইকেট রেখে খেলতে পারলে কী হত বলা যায় না। আমাদের নতুন করে ভাবতে হবে। ম্যাচের প্রথম অর্ধেই আমরা নিজেদের উপর চাপ তৈরি করে ফেলেছিলাম এবং ওদের বড় রান করার সুযোগ করে দিয়েছি।’’
উইলিয়ামসন নিজেও আইপিএলে সেরা ছন্দে নেই। সে কথা মেনে নিয়ে তিনি বলেছেন, ‘‘যে কেউ সব সময়ই চাইবে যত বেশি সম্ভব রান করতে। আমি খুবই পরিশ্রম করছি। চেষ্টা করছি দলের জন্য অবদান রাখতে। নিজের খেলার প্রতি আরও ধৈর্য্যশীল এবং দায়বদ্ধ হওয়ার চেষ্টা করছি।’’