KKR

KKR: পাঁচ কারণ: কী ভাবে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কলকাতা নাইট রাইডার্স

জয়ে ফিরল কেকেআর। কোন পথে এল কলকাতার জয়? পাঁচ কারণ খুঁজল আনন্দবাজার অনলাইন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:১৬
কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার

কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার ফাইল চিত্র

আগের ম্যাচে হারার পরে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫২ রানে হারাল তারা। কোন পাঁচ কারণে জয়ে ফিরল কেকেআর? বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।

এক, ভাল শুরু। গত পাঁচ ম্যাচে কলকাতার ব্যাটিংয়ে যা দেখা যায়নি, সেটিই এই ম্যাচে দেখা গেল। মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার ওপেনিং জুটি সফল। প্রথম ৬ ওভারে ৬৪ রান তুলে ফেলে কেকেআর।

দুই, তিন নম্বরে নেমে নীতীশ রানা অবশেষে সফল। তিনি ২৬ বলে ৪৩ রানের উপযোগী ইনিংস খেলেন।

Advertisement

তিন, প্রথম ওভারেই রোহিত শর্মার উইকেট তুলে নেন টিম সাউদি। ৬ বলে মাত্র ২ রান করে ফিরে যান রোহিত।

চার, পাওয়ার প্লে-তে মুম্বইকে বেশি রান করতে দেয়নি কলকাতা। মুম্বই ৬ ওভারে মাত্র ৩৭ রান তোলে। এর মধ্যে আন্দ্রে রাসেল ফেরান তিলক বর্মাকে। পরেও রান তোলার গতি বাড়াতে পারেনি মুম্বই।

পাঁচ, রাসেলকে দারুণ ভাবে ব্যবহার করেন শ্রেয়স আয়ার। তাঁকে যখনই বল দেওয়া হয়েছে, উইকেট তুলে নেন রাসেল।

Advertisement
আরও পড়ুন