Rovman Powell

IPL 2022: ‘হোটেলের ঘরে ২-৩ দিন তোয়ালে পরে কাটিয়েছিলাম’, আইপিএলের অভিজ্ঞতা শোনালেন দিল্লির ক্রিকেটার

দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম বার আইপিএলে খেলছেন তিনি। মরসুম শুরুর আগে ভারতে পা রেখেই বিরাট সমস্যায় পড়েছিলেন রভমান পাওয়েল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২২:৩১
তোয়ালে পরে কাটাতে হয়েছিল দিল্লির ক্রিকেটারকে

তোয়ালে পরে কাটাতে হয়েছিল দিল্লির ক্রিকেটারকে ছবি আইপিএল

দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম বার আইপিএলে খেলছেন তিনি। মরসুম শুরুর আগে ভারতে পা রেখেই বিরাট সমস্যায় পড়েছিলেন রভমান পাওয়েল। তাঁর ব্যাগ হারিয়ে ফেলেছিল বিমান সংস্থা। যার ফলে পরার মতো কোনও পোশাকই ছিল না তাঁর কাছে। সেই দুঃসহ অবস্থার কথা বর্ণনা করেছেন দলের ওয়েবসাইটে।

পাওয়েল বলেছেন, “মুম্বইয়ে নামার পরেই আমাকে বলা হল, সঙ্গে কোনও ব্যাগ আসেনি। আমার সঙ্গে কেবল হ্যান্ড ব্যাগেজ ছিল। সঙ্গে পরার মতো কোনও পোশাক ছিল না। সেই অবস্থাতেই বিমানবন্দর ছাড়ি। হোটেলের ঘরে ২-৩ দিন তোয়ালে পরে থাকতে হয়েছিল আমায়।” পরে বিমান সংস্থার হস্তক্ষেপে বিষয়টি মেটে। নিজের ব্যাগ ফিরে পান পাওয়েল। তার আগে বিরাট সমস্যার মুখোমুখি হয়েছিলেন তিনি।

Advertisement

দিল্লি দলে যোগ দিয়ে সেই সমস্যা কেটে যায়। দলের প্রত্যেকে যে ভাবে তাঁকে কাছে টেনে নিয়েছিলেন, তাতে খুশি পাওয়েল। বলেছেন, “ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এত দূর আসার পর এখানে ঘরের পরিবেশ পাওয়াটা খুব দরকার ছিল। দিল্লি ক্যাপিটালস আমাকে এমন ভাবে স্বাগত জানিয়েছে যেন আমি ওদের পরিবারের সদস্য। এখানে এসে তাই ঘরের মতোই লাগছে। ভাল পরিবেশ পেলে পারফরম্যান্সের তার প্রভাব পড়ে।”

Advertisement
আরও পড়ুন