রোহিতের আউটে বিতর্ক ছবি আইপিএল
সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মার আউট নিয়ে বিতর্ক তৈরি হল। প্রথম ওভারের শেষ বলে উইকেটকিপার শেল্ডন জ্যাকসনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। মাঠের আম্পায়ার আউট না দেওয়ায় কেকেআর রিভিউ নিয়েছিল। তৃতীয় আম্পায়ার রোহিতকে আউট দেন।
রিপ্লে-তে পরিষ্কার দেখা যায়, রোহিতের ব্যাটের থেকে বল বেশ কিছুটা দূরে রয়েছে। তবে আলট্রাএজে দেখায় যে বল ব্যাটে লেগেছে। দু’রকম কোণ থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ব্যাট এবং বলের মধ্যে বেশ কিছুটা দূরত্ব রয়েছে। কিন্তু তৃতীয় আম্পায়ারের মনে হয়েছে বল ব্যাট ছুঁয়েছে। ফলে আউট দিতে দ্বিধা করেননি তিনি।
ধারাভাষ্যকাররাও ঘটনা দেখে কিছুটা অবাক হয়ে যান। রোহিত নিজেও বিশ্বাস করতে পারেননি। মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়েন তিনি। এখন দেখার, তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুম্বই কোনও প্রতিবাদ জানায় কিনা।