সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি
রাত পোহালেই আইপিএলের কোয়ালিফায়ার ম্যাচ। তার আগে ইডেন গার্ডেন্স জুড়ে তুমুল ব্যস্ততা। শেষ মুহূর্তে সবকিছু খতিয়ে দেখে নিচ্ছেন প্রত্যেকেই। ঘন ঘন বৈঠক বসছে। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ব্যবস্থাপনায় যেন এতটুকু ত্রুটি না থাকে, তা নিশ্চিত করা হচ্ছে। এতটাই ব্যস্ততা যে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তিন দফায় ইডেন পরিদর্শনে এলেন। নিজের চোখে সব খতিয়ে দেখে গেলেন। সাম্প্রতিক কালে দু’টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ইডেন গার্ডেন্সে। কিন্তু আইপিএলের ব্যস্ততা সবসময়েই অন্য রকম।
সোমবার সকালে ইডেনে এসেছিলেন সৌরভ। প্রায় এক ঘণ্টামতো ছিলেন। মাঠে নেমে আশেপাশে ঘুরে দেখলেন। প্রয়োজনীয় নির্দেশ দিলেন। দুপুর এবং সন্ধে দু’বেলাই তিনি প্রায় দেড় ঘণ্টা ছিলেন। মাঠ ঘুরে দেখা ছাড়াও এর মাঝে দফায় দফায় বৈঠক করেছেন। বিভিন্ন বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইডেনের টিকিট নিঃশেষ। তবু মানুষের আগ্রহের শেষ নেই। সোমবারও ইডেনের সামনে টিকিটের প্রত্যাশায় হাজির হয়েছিলেন কিছু দর্শক। কিন্তু অফলাইনে টিকিট বিক্রি হচ্ছে না শুনে বিফল মনে ফিরে যান।