IPL 2023

ইডেনে জিতে আইপিএলের মগডালে ধোনিরা! টানা ৪ ম্যাচে হেরে কোথায় নামল কেকেআর?

ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে লিগ তালিকায় উপরে উঠেছে চেন্নাই সুপার কিংস। অন্য দিকে পর পর চারটি ম্যাচ হারার পরে আরও খারাপ অবস্থায় রয়েছে কেকেআর। পয়েন্ট তালিকায় কোন দল কোথায়?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১০:৩৭
Picture of MS Dhoni handshakes with Chandrakant Pandit

ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে হাত মেলাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: আইপিএল

ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। রবিবারের অন্য খেলায় রাজস্থান রয়্যালস হারায় কাজটা সহজ হয়েছে মহেন্দ্র সিংহ ধোনিদের। অন্য দিকে টানা চার ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ফলে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে তারা।

রবিবারের জোড়া ম্যাচের পরে ছ’টি দলের ৭টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। বাকি চারটি দলের হয়েছে ৬টি করে খেলা। ৭টি ম্যাচের মধ্যে ৫টি জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে চেন্নাই। ধোনিদের নেট রানরেট ০.৬৬২।

Advertisement

দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত পাঁচটি দলের পয়েন্ট সমান। পাঁচটি দলই ৮ পয়েন্টে থাকলেও নেট রানরেটের বিচারে ক্রম অনুযায়ী রয়েছে তারা। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস (০.৮৪৪)। তার পরের চারটি দল যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস (০.৫৪৭), গুজরাত টাইটান্স (০.২১২), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (-০.০০৮) ও পঞ্জাব কিংস (-০.১৬২)।

তালিকায় সাত নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাদের পয়েন্ট ৬ ম্যাচ খেলে ৬। তাঁদের নেট রানরেট -০.২৫৪। আট নম্বরে কেকেআর। ৭ ম্যাচের মধ্যে ৫টিতে হেরেছে তারা। নীতীশ রানাদের পয়েন্ট ৪। এত দিন তাঁদের নেট রানরেট ভাল থাকলেও চেন্নাইয়ের কাছে হারের পরে সেটাও কমেছে (-০.১৮৬)।

নবম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআরের মতো তারাও ৪ পয়েন্ট পেয়েছে। নেট রানরেট হায়দরাবাদের আরও কম (-০.৭৯৪)। একেবারে শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। ৬ ম্যাচে মাত্র ১টি জিতে তাঁদের পয়েন্ট ২। দিল্লির নেট রানরেট -১.১৮৩।

আরও পড়ুন
Advertisement