IPL 2023

আইপিএলে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেই লজ্জার নজির সচিন-পুত্র অর্জুনের! কী করলেন তিনি?

আইপিএলে লজ্জার নজির গড়লেন অর্জুন তেন্ডুলকর। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে খেলা চলাকালীন এই নজির গড়েছেন সচিন তেন্ডুলকরের ছেলে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১২:০২
Picture of Arjun Tendulkar

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে এ বারের আইপিএলে অভিষেক হয়েছে অর্জুন তেন্ডুলকরের। —ফাইল চিত্র

আইপিএলে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেই লজ্জার নজির গড়লেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে এক ওভারে ৩১ রান দিলেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে এক ওভারে সব থেকে বেশি রান দেওয়ার তালিকায় এটি দ্বিতীয়।

পঞ্জাবের ইনিংসের ১৬তম ওভারে এই ঘটনা ঘটেছে। তখন ক্রিজে ছিলেন স্যাম কারেন ও হরপ্রীত সিংহ। প্রথম বলেই অর্জুনকে ছক্কা মারেন কারেন। পরের বল ওয়াইড করেন তিনি। পরের বলে চার মারেন কারেন। অর্জুনের ৩ নম্বর বলে আসে সিঙ্গল। চতুর্থ বলে চার মারেন হরপ্রীত। ৫ নম্বর বলে ছক্কা মারেন তিনি। পরের বলটি নো-বল করেন অর্জুন। সেই বলেও চার মারেন হরপ্রীত। পরের ফ্রি হিটের বলে আবার একটি চার মারেন হরপ্রীত। শেষ পর্যন্ত ৩ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন অর্জুন।

Advertisement

আইপিএলে রোহিত শর্মাদের দলের বোলারদের মধ্যে এক ওভারে সব থেকে বেশি রান দিয়েছেন ড্যানিয়েল স্যামস। ২০২২ সালের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন তিনি।

অর্জুনের পরে তৃতীয় স্থানে রয়েছেন তিন জন বোলার। ২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পবন সুয়াল, ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আলজারি জোসেফ ও ২০১৭ সালের পঞ্জাব কিংসের বিরুদ্ধে মিচেল ম্যাকলেনাঘান ২৮ রান দিয়েছিলেন এক ওভারে।

Advertisement
আরও পড়ুন