Wrestlers' Protest

হাতে সাত দিন! কুস্তিগিরদের বিক্ষোভের মধ্যেই নির্বাসিত হতে পারে ভারতীয় কুস্তি সংস্থা

কুস্তিগিরদের বিক্ষোভের মধ্যেই নির্বাসনের আশঙ্কা রয়েছে ভারতীয় কুস্তি সংস্থার। নির্বাচনের মাধ্যমে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরির সময়সীমার আর মাত্র সাত দিন বাকি রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৭:৪০
Wrestler protest at Jantar Mantar

যন্তর মন্তরে ধর্নায় বজরং পুনিয়া ও বিনেশ ফোগট। —ফাইল চিত্র

ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারি চেয়ে কুস্তিগিরদের আন্দোলেনের মাঝেই ভারতীয় কুস্তি সংস্থার নির্বাসিত হওয়ার আশঙ্কা রয়েছে। হাতে মাত্র সাত দিন সময় রয়েছে। তার মধ্যে যদি ভারতীয় কুস্তি সংস্থায় নির্বাচন না হয় তা হলে ব্যবস্থা নিতে পারে বিশ্ব কুস্তি সংস্থা।

ভারতীয় কুস্তি সংস্থার কাজকর্ম চালাচ্ছে ভারতীয় অলিম্পিক্স সংস্থার তৈরি করে দেওয়া একটি বিশেষ কমিটি। ২৭ এপ্রিল সেই কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটিকে বিশ্ব কুস্তি সংস্থা নির্দেশ দিয়েছিল, ৪৫ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি তৈরি করতে হবে। ১০ জুন সেই সময়সীমা শেষ হওয়ার কথা। অর্থাৎ, হাতে আর সাত দিন সময় রয়েছে। কিন্তু এখনও নির্বাচনের প্রস্তুতিই শুরু করা যায়নি। নির্বাচন না হওয়ায় পদক্ষেপ করতে পারে বিশ্ব কুস্তি সংস্থা। গত মঙ্গলবার তারা বিবৃতিতে জানিয়েছে, ‘‘৪৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু ভারতীয় কুস্তি সংস্থা সেটা মানেনি। তার ফলে বরখাস্ত করা হতে পারে সংস্থাকে। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় তা হলে প্রতিযোগীরা ভারতের পতাকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।’’

Advertisement

মহিলা কুস্তিদিরদের নিগ্রহের অভিযোগে ব্রিজভূষণের গ্রেফতারি চেয়ে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের আন্দোলন দিন দিন বাড়ছে। এই সমস্যা না মেটা পর্যন্ত নির্বাচন করা সহজ নয় বলেই জানিয়েছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার এক আধিকারিক। তিনি বলেছেন, ‘‘এখন যে সমস্যা চলছে তা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা সহজ নয়। সেই কারণেই এখনও পর্যন্ত ভারতীয় অলিম্পিক্স কমিটি নির্বাচনের কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। আশা করছি দ্রুত পদক্ষেপ করা হবে।’’

ভারতীয় অলিম্পিক্স কমিটি যত দ্রুত পদক্ষেপই করুক না কেন, অন্তত ১১ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সেই আধিকারিক। তিনি বলেছেন, ‘‘যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় তা হলেও অন্তত ১১ দিন লাগবে। আর যদি কোনও একটি পদের জন্যও নির্বাচন হয় সে ক্ষেত্রে পুরো প্রক্রিয়া শেষ হতে ১৬ দিন সময় লাগবে।’’

এই পরিস্থিতিতে বিশ্ব কুস্তি সংস্থার কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করার কথা ভাবছে ভারতীয় অলিম্পিক্স সংস্থা। বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে নির্বাচনের জন্য আরও কিছু দিন সময় চাওয়া হবে। কিন্তু তার পরেও বিশ্ব কুস্তি সংস্থা সময়সীমা বাড়াবে কি না সে বিষয়ে নিশ্চিত নন ভারতীয় অলিম্পিক্স সংস্থার আধিকারিকরা।

Advertisement
আরও পড়ুন