Asian Games 2023

এশিয়াডে শুরু চমক, তিন বারের চ্যাম্পিয়নদের হারিয়ে দিল ভারত

কম্বোডিয়াকে হারিয়ে নকআউট পর্বের টিকিট মঙ্গলবারই প্রায় নিশ্চিত করে ফেলেছিল ভারত। বুধবার দক্ষিণ কোরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে প্রিকোয়ার্টার ফাইনালে উঠল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৬
picture of Indian contigent

—প্রতীকী চিত্র।

এশিয়ান গেমসের আসরে চমকে দিল ভারতের পুরুষ ভলিবল দল। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পৌঁছে গেল ভারত। মঙ্গলবার গ্রুপে প্রথম ম্যাচে কম্বোডিয়াকেও হারিয়েছিল ভারত।

Advertisement

এশিয়ান গেমসে পুরুষদের ভলিবলে তিন বার সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া। এশীয় ভলিবলে অন্যতম সেরা শক্তি তারা। গত বারের রুপো জয়ীও তারা। সেই দলকে গ্রুপ পর্বের ম্যাচে হারিয়ে দিল ভারত। বুধবার দু’দলের মধ্যে তীব্র লড়াই হয়। খেলা গড়ায় পাঁচ সেটে। ২ ঘণ্টা ৩৮ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভারত জয় পায় ২৫-২৭, ২৯-২৭, ২৫-২২, ২০-২৫, ১৭-১৫ ব্যবধানে। পর পর দুই ম্যাচে জয়ের সুবাদে প্রথম দল হিসাবে নক আউট পর্বে পৌঁছাল ভারত। প্রিকোয়ার্টার ফাইনালে ভারতকে খেলতে হবে চাইনিজ তাইপে অথবা মঙ্গোলিয়ার সঙ্গে।

মঙ্গলবার কম্বোডিয়াকে ২৫-১৪, ২৫-১৩, ২৫-১৯ পয়েন্টে হারিয়েছিলেন অমিত গুলিয়া, অশোয়াল রাইয়েরা। ১৯৮৬ সালের গেমসে শেষ বার ভারত ভলিবলে পদক জিতেছিল। সে বার ব্রোঞ্জ পদক এসেছিল। গত দ্বাদশ স্থানে শেষ করেছিল ভারতীয় দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement