Michael Vaughan

India vs England 2021: ফের ভারতকে খোঁচা দিয়ে টুইট ভনের

শেষ দিনে ১৫৭ রান করতে হবে ভারতীয় দলকে। তাদের হাতে রয়েছে নয়টি উইকেট।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৯:০০
মাইকেল ভন

মাইকেল ভন ফাইল চিত্র

ভারতকে খোঁচা দিয়ে বারবার প্রচারের আলোতে আসতে পছন্দ করেন মাইকেল ভন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের কাছাকাছি চলে গিয়েছে বিরাট কোহলীর ভারত। বৃষ্টির কারণে খেলা শুরু না হওয়ায় টুইট করেন ভন। তিনি লেখেন, ‘মনে হচ্ছে বৃষ্টি ভারতকে বাঁচিয়ে দিল।’

শেষ দিনে ১৫৭ রান করতে হবে ভারতীয় দলকে। তাদের হাতে রয়েছে ন’টি উইকেট। নেটমাধ্যমে এমন বিবৃতি দেওয়ার পর বিবিসি পডকাস্টে ভন বলেন, ‘‘ভারত এখন ভাল জায়গায় রয়েছে। তবে ভারতকে ইংল্যান্ডে এসে এর আগেও খেলতে দেখেছি। সেদিক থেকে বলতে পারি, কয়েকটা উইকেট পড়ে গেলেই চাপে পড়ে যাবে ওরা।’’

Advertisement

পঞ্চম দিনে খারাপ পিচ আর সুইংয়ের মোকাবিলা করতে হবে ভারতকে। আকাশে মেঘ থাকলে কাজটা আরও কঠিন হবে বিরাটদের। একথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘‘পিচের অবস্থা খারাপ, মেঘের কারণেও বাড়তি সুবিধা পেতে পারে ইংল্যান্ডের বোলাররা। বল সুইং হতে পারে মারাত্মক ভাবে।’’

চতুর্থ দিনের শেষে এক উইকেট হারিয়ে ৫২ রান করেছিল ভারত।

Advertisement
আরও পড়ুন