Uttar Pradesh

গলা কেটে প্রেমিকাকে খুন! মির্জ়াপুর দেখে পরিকল্পনা, বন্ধুর সাহায্যে দেহ লোপাট, গ্রেফতার দুই

ধৃতেরা হলেন মোহিত সাইনি এবং ওমকার শর্মা। তাঁদের মধ্যে মোহিত বি কম প্রথম বর্ষের পড়ুয়া। গত দু’বছর ধরে অঞ্জলি নামে এক মহিলার সঙ্গে লিভ-ইন (একত্রবাস) সম্পর্কে ছিলেন মোহিত। সম্পর্কে টানাপড়েনের জেরেই প্রেমিকাকে খুন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:০০
A man slits girlfriend\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s throat after watching Mirzapur series then arrested

ধৃত দুই যুবক। ছবি: এক্স (সাবেক টুইটার)।

প্রেমিকার গলা কেটে খুন করলেন প্রেমিক। তার পর বন্ধুর সাহায্যে জঙ্গলে ফেলা হল দেহ! এমন অভিযোগেই উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় ধৃতেরা খুনের কথা স্বীকার করেন। পুলিশি জেরায় অভিযুক্ত যুবক জানান, মির্জ়াপুর ওয়েব সিরিজ় দেখেই খুনের পরিকল্পনা করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হলেন মোহিত সাইনি এবং ওমকার শর্মা। তাঁদের মধ্যে মোহিত বি কম প্রথম বর্ষের পড়ুয়া। গত দু’বছর ধরে অঞ্জলি নামে এক মহিলার সঙ্গে লিভ-ইন (একত্রবাস) সম্পর্কে ছিলেন মোহিত। কিন্তু গত মাস কয়েক ধরে দু’জনের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। মোহিতের সন্দেহ, অঞ্জলি তাঁর সঙ্গে প্রতারণা করছেন! সেই সন্দেহের বশেই তাঁকে খুন করার পরিকল্পনা করেন মোহিত।

তদন্তকারী এক পুলিশ কর্তা জানান, প্রায় দু’বছর আগে অঞ্জলি তাঁর স্বামী সাদ্দামের সঙ্গে মোহিতদের বাড়িতে ভাড়া থাকতে আসেন। সাদ্দাম দিল্লির এক হোটেলে কাজ করেন। ফলে প্রায়ই তিনি বাড়ি থাকতেন না। সেই সুযোগে অঞ্জলির সঙ্গে সম্পর্কে জড়ান মোহিত। দু’জনের সম্পর্ক গাঢ় হয়। কিন্তু পরে মোহিতের সন্দেহ হয়, অঞ্জলি গোপনে তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ রাখেন। নিয়মিত কথা হয় দু’জনের। তখনই খুনের পরিকল্পনা করেন মোহিত।

পুলিশকে মোহিত জানিয়েছেন, মির্জ়াপুর দেখার পরই অঞ্জলিকে খুন করার ছক কষেন তিনি। ঠিক করেন, অঞ্জলিকে খুন করে অন্য কারওকে বিয়ে করবেন। ২৫ ডিসেম্বর জঙ্গল থেকে অঞ্জলির গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। তার পরই মোহিতের খোঁজ শুরু হয়। যদিও ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। শনিবার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁকে জেরা করে ওমকারের কথা জানতে পারেন তদন্তকারীরা। মোহিত পুলিশকে জানান, খুন করার পর দেহ লোপাটের জন্য ওমকারের সাহায্য নেন তিনি।

Advertisement
আরও পড়ুন