টেস্টের তৃতীয় দিন বৃষ্টিতে ঢাকা ছিল মাঠ। এই দৃশ্য কি সোমবারও দেখা যাবে? —ফাইল চিত্র।
মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিন বৃষ্টি হয়েছে। তার জেরে বেশ কিছু ক্ষণ খেলায় ব্যাঘাত হয়েছে। পঞ্চম দিনও কি তাই হবে? টেস্টের এখন যা পরিস্থিতি তাতে যে কোনও দলই জিততে পারে। ভারতের সেই আশায় কি জল ঢেলে দেবে বৃষ্টি?
অ্যাকুওয়েদার জানিয়েছে, সোমবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তা মাত্র ৫ শতাংশ। এই টেস্টের পাঁচ দিনের মধ্যে সবচেয়ে কম বৃষ্টির আশঙ্কা রয়েছে সোমবার। ফলে যদি বৃষ্টি হয় তা হলেও খুব কম হবে। অর্থাৎ, খেলায় ব্যাঘাত ঘটার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই খবর।
সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্ব দিকে ১৫ থেকে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে হাওয়া বইবে। সকালের দিকে আকাশে মেঘ থাকবে। বেলা যত গড়াবে তত মেঘ কাটবে।
চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২২৮। ভারতের থেকে এখন ৩৩৩ রান এগিয়ে তারা। পঞ্চম দিন আবার ব্যাট করতে নামবে অস্ট্রেলিয়া। ভারতের লক্ষ্য থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করে দেওয়া। গত সফরে ব্রিসবেনে শেষ দিন সাড়ে ৩০০-র বেশি রান তাড়া করে জিতেছিল ভারত। সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চাইবেন রোহিত শর্মারা।