Indian Cricket team

India vs England 2021: বাধ সাধল বৃষ্টি, ট্রেন্ট ব্রিজ টেস্ট ড্র, জানিয়ে দিলেন দুই আম্পায়ার

প্রথম টেস্ট জেতার জন্য টিম ইন্ডিয়ার দরকার ১৫৭ রান। সিরিজে এগিয়ে যেতে জেমস অ্যান্ডারসনদের প্রয়োজন ৯ উইকেট। কিন্তু খারাপ আবহাওয়া ও বৃষ্টির জন্য প্রথম টেস্ট ড্র হয়ে গেল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ২০:৩২
জয়ের কাছে এসেও টেস্ট হাতছাড়া। হতাশ ও বিরক্ত বিরাট কোহলী।

জয়ের কাছে এসেও টেস্ট হাতছাড়া। হতাশ ও বিরক্ত বিরাট কোহলী। ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ২০:২৮ key status

ভিলেন বৃষ্টি, শেষ পর্যন্ত ট্রেন্ট ব্রিজ টেস্ট ড্র

খুব কাছে এসেও বিরাট কোহলীর ভারতের প্রথম টেস্ট জেতা হল না। চা পানের বিরতির পর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন দুই আম্পায়ার। 

timer শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ২০:০৭ key status

চা পানের বিরতিতেও খেলা আরম্ভ হল না

বৃষ্টি ও খারাপ আবহাওয়া কাটিয়ে ভারত প্রথম টেস্ট জেতার সুযোগ পায় কিনা সেটাই দেখার। 

Advertisement
timer শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৯:২৪ key status

আবার বৃষ্টি শুরু

ভারতীয় সময় অনুসারে সন্ধে ৭টা নাগাদ দুই আম্পায়ারের মাঠ পরিদর্শন করার কথা থাকলেও সেটা পিছিয়ে গেল। বৃষ্টি থামলে ফের মাঠে নামবেন দুই আম্পায়ার। এরপর শেষ দিনের খেলা শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কত ওভারের খেলা হয় এখন সেটাই দেখার। 

timer শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৮:৫২ key status

সরছে কভার

অবশেষে বৃষ্টি থামল। মাঠ কর্মীরা কভার সরানোর কাজ করছেন। ভারতীয় সময় অনুসারে সন্ধে ৭টা নাগাদ আবার মাঠ পরীক্ষা করবেন দুই আম্পায়ার। এরপর শেষ দিনের খেলা শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কত ওভারের খেলা হয় এখন সেটাই দেখার। 

Advertisement
timer শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৮:২২ key status

দীনেশ কার্তিকের মনটাও খারাপ

ধারাভাষ্য দেওয়ার জন্য এই মুহূর্তে বিলেতে রয়েছেন দীনেশ কার্তিক। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের ভারত যখন টেস্ট সিরিজ জিতেছিল সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কার্তিক। তাঁর মনটাও বেশ খারাপ। 

timer শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৮:১৮ key status

লাঞ্চের পরেও বৃষ্টি থামার নাম নেই

টানা বৃষ্টি ও মন্দ আলোর জন্য প্রথম সেশন নষ্ট হয়ে গিয়েছে। মাঠ কর্মীদের সঙ্গে বারবার কথা বলছেন দুই আম্পায়ার। সঙ্গে রয়েছেন দুই অধিনায়ক বিরাট কোহলী ও জো রুট। শেষ দিন ক্রিকেট প্রেমীরা শেষ দিন টানটান লড়াই দেখার অপেক্ষায় থাকলেও, এখনও পর্যন্ত সবার মনে হতাশা। 

Advertisement
timer শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৬:৩৮ key status

লাঞ্চের পরেও খেলা শুরু হওয়ার সম্ভাবনা কম

২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাই টেস্টের কথা মনে পড়ে যাচ্ছে। সেই টেস্ট জিততে হলে ভারতের দরকার ছিল ২২৯ রান। চতুর্থ দিন ১৯ রান তুলে সাজঘরে ফিরে গিয়েছিলেন দুই ওপেনার বীরেন্দ্র সহবাগ ও যুবরাজ সিংহ। তবে পঞ্চম দিন আর মাঠে নামার সুযোগ আসেনি। কারণ বৃষ্টির জন্য ম্যাচ ধুয়ে যায়। 

timer শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৬:১৮ key status

লাঞ্চের আগে খেলা শুরু হওয়ার সম্ভাবনা নেই

দুই দল মাঠে নামার অপেক্ষায় থাকলেও উপায় নেই। কারণ বৃষ্টি এখনও থামেনি। 

timer শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৫:২৩ key status

আকাশ এখনও মেঘলা, দেরি করে খেলা শুরু হবে

সারাদিন ধরেই হয়তো বৃষ্টি চলবে। এমনটাই জানা গিয়েছে। সেটা হলে দুটো দলই লড়াই করার সুযোগ হারাবে। 

timer শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ১৫:০৫ key status

খারাপ আবহাওয়া ভারতের জয়ে বাধা হতে পারে

পঞ্চম দিনে ট্রেন্ট ব্রিজের আকাশ মেঘলা। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে মাঝেমধ্যেই খারাপ আবহাওয়া ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন