Indian Cricket team

India vs England 2021: মন্দ আলোর জন্য মাঠ ছাড়ল টিম ইন্ডিয়া, ১৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে কোহলীর ভারত

সিরাজ ও ইশান্তের বোলিংয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস ৩৯১ রানে শেষ হয়েছিল। ১৮০ রানে অপরাজিত থেকে একা লড়েছিলেন জো রুট। পূজার, রহাণের পর জাডেজা আউট। ছয় উইকেট হারাল ভারত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ২২:৪৯
রহাণের লড়াকু ব্যাটিংয়ের পর ভর করে এখনও ম্যাচে রয়েছে ভারত।

রহাণের লড়াকু ব্যাটিংয়ের পর ভর করে এখনও ম্যাচে রয়েছে ভারত। ছবি - টুইটার

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ২২:৪৪ key status

মন্দ আলোর জন্য চতুর্থ দিনের খেলা শেষ

দ্বিতীয় সেশনে কোনও উইকেট না হারালেও শেষ বেলায় চার উইকেট হারাল ভারত। ফলে চতুর্থ দিনের শেষে ভারত ৬ উইকেটে ১৮১ রান তুলেছে। চতুর্থ উইকেটে রহাণে ও পূজারা ১০৩ রান যোগ করার জন্যই ভারত এই তুলতে সক্ষম হল। একই সঙ্গে ১৫৪ রানে এগিয়ে রয়েছে বিরাট কোহলীর দল। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ২২:২৬ key status

বাইশ গজে মইন আলি ম্যাজিক

রবীন্দ্র জাডেজা আউট। ১৭৫ রানে ৬ উইকেট হারাল ভারত। 

Advertisement
timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ২২:১৪ key status

বড় ধাক্কা, অজিঙ্ক রহাণে আউট

অবশেষে রহাণের উইকেট পেলেন মইন আলি। ৬১ রানে অউট হলে ভারতের সহ-অধিনায়ক। ১৬৭ রানে ৫ উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ২১:৫৮ key status

লড়াকু ৪৫ করে ফিরলেন চেতেশ্বর পূজারা

চতুর্থ উইকেটে ১০৩ রানের লড়াকু জুটি ভাঙলেন মার্ক উড। ১৫৫ রানে ৪ উইকেট হারাল ভারত। টিম ইন্ডিয়া ১২৮ রানে এগিয়ে রয়েছে। 

Advertisement
timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ২১:৪৬ key status

ভারত ১৫১ রানে ৩, লিড ১২৪ রানের

শেষ বেলায় লিড বাড়াতে মরিয়া লড়ছেন রহাণে (৫৮) ও পূজারা (৪১)। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ২১:৩৬ key status

অজিঙ্ক রহাণের ২৪তম অর্ধ শতরান

অর্ধ শতরান করে পূজারাকে সঙ্গে নিয়ে লড়ছেন রহাণে। 

Advertisement
timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ২১:০৪ key status

দ্বিতীয় রিভিউ হারাল ইংল্যান্ড

৬১তম ওভারের পঞ্চম বলে রহাণের বিরুদ্ধে অ্যান্ডারসন কট বিহাইন্ডের আবেদন করলে আম্পায়ার সেই আবেদন মানেননি। এরপর জো রুট রিভিউ নেন। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় এক চুলের দুরত্বে বল ব্যাটের পাশ থেকে বেরিয়ে গিয়েছে। ফলে বাঁচলেন রহাণে। ফের রিভিউ হারাল ইংল্যান্ড। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ২০:৩৮ key status

তৃতীয় সেশনের খেলা শুরু

শেষ বেলায় উইকেটের খোঁজে মরিয়া জো রুটের ইংল্যান্ড। পূজারা ও রহাণের লক্ষ্য লিড বাড়িয়ে নেওয়া। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ২০:১৫ key status

উইকেট না পেলেও দ্বিতীয় সেশনও ইংরেজদের দখলে

প্রথম সেশনের ধাক্কা কাটিয়ে চা পানের বিরতিতে যাওয়ার আগে কিছুটা হলেও লড়লেন চেতেশ্বর পুজারা (২৯) ও অজিঙ্ক রহাণে (২৪)। চতুর্থ উইকেটে এই দুজন ৫০ রান যোগ করলেন। ফলে মাত্র ৭৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ২০:০৫ key status

দ্বিতীয় ইনিংসে ১০০ রান পেরিয়ে গেল ভারত

প্রথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ৫১ ওভারে ৩ উইকেটে ১০৩ রান তুললো ভারত। ৭৬ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৯:৪২ key status

লড়ছেন অজিঙ্ক রহাণে ও চেতেশ্বর পূজারা

৪৬ ওভারে ৩ উইকেটে ভারত ৮৬ রান তুলেছে। রহাণে ১৭ ও পূজারা ১৭ রানে ক্রিজে রয়েছেন। মাত্র ৫৯ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৮:৪৪ key status

দাপট দেখাচ্ছে ইংল্যান্ড

৩২ ওভারের শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে। ক্রিজে রয়েছেন রহাণে ও পূজারা। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৮:১৩ key status

দ্বিতীয় সেশন শুরু

ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রহাণে।  

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৭:৪০ key status

প্রথম সেশন সাহেবদের, পিছিয়ে পড়ল ভারত

১৮ রানে ১ উইকেট থেকে ৫৫ রানে ৩। লাঞ্চের আগে ফের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন ভারত। মার্ক উড ১৬ রানে ২, স্যাম কারেন ৬ রানে ১ উইকেট নিলেন। ভারত মাত্র ২৯ রানে এগিয়ে রয়েছে। ইংল্যান্ডের জোরে বোলারদের দাপটে লর্ডস টেস্টে পিছিয়ে পড়ল ভারত। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৭:২৯ key status

‘বিরাট সাফল্য’, কোহলীকে ফেরালো ইংল্যান্ড

চলতি সিরিজে বিরাটের ব্যর্থতা চলছেই। এ বার স্যাম কারেনের বাইরে যাওয়া বলে খোঁচা দিয়ে বাটলারের হাতে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক। ব্যাক্তিগত ২০ রানে ফিরলেন কোহলী। ৫৫ রানে ৩ উইকেট হারাল টিম ইন্ডিয়া। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৭:২২ key status

লড়ছে ভারত

২৩ ওভারের শেষে ভারত ২ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে। লিড মাত্র ২৮ রানের। কোহলী ২০ ও পূজারা ৩ রানে ক্রিজে রয়েছেন। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৭:০৬ key status

পূজারার অনন্য নজির

৩৫ বল খেলে রানের খাতা খুললেন চেতেশ্বর পূজারা। গ্যালারি জুড়ে হাসির রোল। ২০ ওভারের শেষে ভারত ৪৪ রানে ২। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৬:৫০ key status

ক্রিজে কোহলী ও পূজারা

১৬ ওভারের শেষে ভারত ৩৬ রানে ২ উইকেট। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৬:৩৪ key status

আরও বড় ধাক্কা, রোহিত আউট

কেএল রাহুলের পর রোহিতকেও ফেরালেন মার্ক উড। তাঁর শর্ট বলকে হুক মারলে ডিপ ফাইন লেগে ক্যাচ ধরেন মইন আলি। ২৭ রানে ২ উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১৬:২১ key status

কেএল রাহুল আউট

প্রথম ইনিংসে ১২৯ রান করলেও দ্বিতীয় ইনিংসে পারলেন না কেএল রাহুল। মার্ক উডের বাইরে যাওয়া বলে খোঁচা দিলেন। ক্যাচ ধরলেন জস বাটলার। ১৮ রানে ১ উইকেট হারাল ভারত। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন