বল বিকৃতির অভিযোগ টুইটার
বল বিকৃতির অভিযোগ উঠল ইংল্যান্ডের ক্রিকেটারদের বিরুদ্ধে। লর্ডস টেস্টের চতুর্থ দিন পা দিয়ে বল চেপে বিকৃত করার চেষ্টা করলেন ইংল্যান্ডের দুই ফিল্ডার। টেলিভিশনের পর্দায় এই দৃশ্য দেখা যেতেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। নেট মাধ্যমে শুরু হয় নিন্দার ঝড়।
ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ধারভাষ্যকার আকাশ চোপড়া থেকে শুরু করে বীরেন্দ্র সহবাগ টুইট করে অসন্তোষ প্রকাশ করেন। নেটাগরিকদের অভিযোগ, এই ঘটনার পর আম্পায়ারও বল পরীক্ষা করে দেখতে চাননি।
আকাশ চোপড়া লিখেছেন, ‘বল বিকৃত?’ সহবাগ ইংরেজদের খোঁচা দিয়ে লিখেছেন, ‘এটা কী হচ্ছে, এটা কী বল বিকৃতি, নাকি কোভিডের বিরুদ্ধে প্রয়োজনীয় সতর্কতা?’
Yeh kya ho raha hai.
— Virender Sehwag (@virendersehwag) August 15, 2021
Is it ball tampering by Eng ya covid preventive measures 😀 pic.twitter.com/RcL4I2VJsC
Ball tampering, eh? #EngvInd
— Wear a Mask. Stay Safe, India (@cricketaakash) August 15, 2021
চতুর্থ দিন কেএল রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলীর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে লড়াইয়ে ফেরান অজিঙ্ক রহাণে ও চেতেশ্বর পূজারা।