Tokyo Olympics 2020

India vs England: নীরজ, মীরাবাইদের লড়াইকে কুর্নিশ বিরাট কোহলীর

টোকিয়ো অলিম্পিক্সের প্রথম দিনেই ভারতকে ভারোত্তোলনে রুপো এনে দিয়েছিলেন মীরাবাই চানু। অলিম্পিক্স শেষের আগের দিন ভারতের শেষ ইভেন্টে জ্যাভলিনে সোনা জেতেন নীরজ চোপড়া।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ০৮:৫৬
বিরাট কোহলী

বিরাট কোহলী ফাইল ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ এবং তার প্রস্তুতির কারণে টিভিতে সে ভাবে চোখ রাখতে পারেননি। তাই দেখা হয়নি ভারতের অলিম্পিক্স যাত্রাও। কিন্তু নটিংহ্যামে বসে সুদূর টোকিয়োয় কী হচ্ছে তার খবর সবই আসছিল বিরাট কোহলীর কাছে। রবিবার টেস্ট শেষ হতেই ভারতীয় ক্রীড়াবিদদের কুর্নিশ করলেন কোহলী।

রবিবার কোহলী টুইট করেছেন, ‘অলিম্পিক্সে ভারতের সমস্ত বিজয়ী এবং অংশগ্রহণকারীকে অনেক অভিনন্দন। জেতা এবং হারা খেলাধুলোর অঙ্গ, কিন্তু আসল ব্যাপার হল তোমরা প্রত্যেকে দেশের জন্য নিজের সেরা দিয়েছ’।

Advertisement

কোহলীর সংযোজন, ‘আমরা প্রত্যেকে তোমাদের জন্য গর্বিত এবং আগামী দিনের অভিযানের জন্য তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা। জয় হিন্দ’। টুইটের সঙ্গে কোহলী ভারতের সাত পদকজয়ী ক্রীড়াবিদের ছবির কোলাজও পোস্ট করেছেন।

টোকিয়ো অলিম্পিক্সের প্রথম দিনেই ভারতকে ভারোত্তোলনে রুপো এনে দিয়েছিলেন মীরাবাই চানু। অলিম্পিক্স শেষের আগের দিন ভারতের শেষ ইভেন্টে জ্যাভলিনে সোনা জেতেন নীরজ চোপড়া।

বৃষ্টির কারণে ভারতের প্রথম টেস্ট অবশ্য ড্র হয়ে গিয়েছে। শেষ দিনে জেতার জায়গায় ছিলেন কোহলীরা।

আরও পড়ুন
Advertisement