India vs England 2021

একদিনের ফিটনেস পরীক্ষায় পাশ করে গেলেন তিন ক্রিকেটার

দীর্ঘদিন ধরেই বিরাট কোহালির নেতৃত্বাধীন ভারতীয় দল ফিটনেস নিয়ে কড়া মনোভাব নিয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ২২:৫৭
উনাদকাট, কিষাণ, সিদ্ধার্থ।

উনাদকাট, কিষাণ, সিদ্ধার্থ। ছবি টুইটার

একদিন আগেই ছয় ভারতীয় ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। তার মধ্যে তিনজন শুক্রবার পরীক্ষায় পাস করলেন তিনজন। এঁরা হলেন ঈশান কিষাণ, সিদ্ধার্থ কল এবং জয়দেব উনাদকাট

ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে দু’কিমি দৌড়ের প্রথা চালু করেছে ভারতীয় বোর্ড। সেই পরীক্ষায় পাশ করেছেন ঈশান। উনাদকাট এবং কল পাশ করেছেন ইয়ো-ইয়ো পরীক্ষায়। দু’জনের স্কোর ছিল ১৭.১। এদিন ফিটনেস পরীক্ষায় পাশ করার বাকি দুই সতীর্থের সঙ্গে ছবি পোস্ট করেছেন উনাদকাট।

Advertisement

সামনের মাস থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরু হচ্ছে। সেই সিরিজে দলে নেওয়া হতে পারে, এমন সম্ভাব্য ২০ জন ক্রিকেটারকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পরীক্ষা দিতে হচ্ছে। শুধু ইংল্যান্ড সিরিজ নয়, তৈরি করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যেও। দীর্ঘদিন ধরেই বিরাট কোহালির নেতৃত্বাধীন ভারতীয় দল ফিটনেস নিয়ে কড়া মনোভাব নিয়েছে। এর আগেও ফিটনেস পরীক্ষায় পাশ করতে না পারায় অনেকে দল থেকে বাদ পড়েছেন।

Advertisement
আরও পড়ুন