England Test series

প্রথম টেস্টে ২২৭ রানে জিতেও বিপদের গন্ধ পাচ্ছেন রুট

সতর্ক থাকতে চান ইংল্যান্ড অধিনায়ক।  

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৮
ইংল্যান্ড অধিনায়ক জো রুট

ইংল্যান্ড অধিনায়ক জো রুট ছবি টুইটার

ভারতের মাটিতে প্রথম টেস্টে বিরাট কোহালিদের ২২৭ রানে হারানোর পরও বিপদের গন্ধ পাচ্ছেন জো রুটরা। ইংল্যান্ড অধিনায়ক মনে করেন যে কোনও ভাবেই হোক এই ম্যাচে ফিরে আসতে চাইবে ভারত। তাই সতর্ক থাকতে চান ইংল্যান্ড অধিনায়ক।

দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে শুক্রবার সাংবাদিক সম্মেলনে রুট বলেন, ‘‘আমরা ভাল ক্রিকেট খেলেছি, এটাই আমাদের আত্মবিশ্বাস জোগাবে। আমরা বুঝতে পারছি, আমাদের জন্য এই ম্যাচটা সহজ হবে না। তবে আমরা জানি কী করতে হবে এই ম্যাচ জিততে। আমাদের রণকৌশল সম্পর্কেও আমরা ওয়াকিবহাল। সেই মতোই নতুন করে গোটাটা শুরু করতে হবে। প্রথম দিন থেকেই আমাদের ভাল খেলতে হবে।’’

Advertisement

ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত ক্রিকেটারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দ্বিতীয় টেস্টে দলে চারটি পরিবর্তন আসতে চলেছে। রুট বলেন, ‘‘দলে অদল বদল চলতেই থাকবে, সবাইকেই সুযোগ দেওয়া হবে। সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমরা সকলেই মানুষ। রোবট নই। আমরা অনেক ক্রিকেট খেলেছি। তাই ক্রিকেটারদের শারীরিক ধকল কমানো দরকার। কারণ ফিটনেস একটা বড় ব্যাপার।’’

স্টুয়ার্ট ব্রডের প্রশংসা করে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘‘ব্রড দারুণ পেশাদার ক্রিকেটার। ও সতীর্থদের কাছে সেরা উদাহরণ। দলের সকলেই ওকে দেখে উদ্বুদ্ধ হয়।’’

Advertisement
আরও পড়ুন