india

স্বপ্নের স্পেল করা বোলারকে দ্বিতীয় টেস্টে সামলাতে হবে না কোহালিদের

Advertisement
সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৮
ভাল বল করেও দলে নেই অ্যান্ডারসন

ভাল বল করেও দলে নেই অ্যান্ডারসন ছবি টুইটার

জেমস অ্যান্ডারসনকে ছাড়াই দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড। প্রথম টেস্টে ভাল বল করলেও বিশ্রাম দিয়ে খেলানোর নীতির কারণে তাঁকে বাদ যেতে হচ্ছে। অ্যান্ডারসনকে ফিট রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শুধু তিনিই নন, বাদ গেছেন স্পিনার ডম বেসও। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট পেয়েও বাদ যেতে হল তাঁকে।

স্টুয়ার্ড ব্রড খেলবেন দ্বিতীয় টেস্টে। এর আগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন আরেক পেস বোলার জফ্রা আর্চার। চোটের কারণে বাদ তিনি। দলে নেই উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তাঁর জায়গায় দলে এসেছেন বেন ফোকস।

Advertisement

ব্রডের সঙ্গে জোরে বোলার হিসেবে দলে আসতে পারেন ওলি স্টোন ও ক্রিস ওকস। ইংল্যান্ড চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

ইংল্যান্ডের প্রথম ১২ জনের দল: জো রুট, মইন আলি, স্টুয়ার্ড ব্রড, রোরি বার্নস, বেন ফোকস, ডান লরেন্স, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ওলি স্টোন, ক্রিস ওকস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement