IPL 2025

কলকাতার ‘বিতাড়িত’ নীতীশ-স্টার্ক একই দিনে উজ্জ্বল! সমস্যায় ফেলতে পারেন পুরনো দলকেও

রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে একটি করে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ওই দুই ম্যাচে কেকেআরকে সামলাতে হবে দলের দুই প্রাক্তন ক্রিকেটারের চ্যালেঞ্জ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ২২:৩০
Picture of Nitish Rana and Mitchell Starc

(বাঁ দিকে) নীতীশ রানা এবং মিচেল স্টার্ক (ডান দিকে)। —ফাইল চিত্র।

কলকাতা নাইট রাইডার্সের ‘বিতাড়িত’ ক্রিকেটারেরাই এ বারের আইপিএলে নজর কাড়ছেন। ফিল সল্ট এবং শ্রেয়স আয়ার আগেই ব্যাট হাতে দেখিয়ে দিয়েছেন, তাঁরা কী করতে পারেন। রবিবার দিল্লি ক্যাপিটালসের হয়ে মিচেল স্টার্ক এবং রাজস্থান রয়্যালসের হয়ে নীতীশ রানার পারফরম্যান্সও ভাবাতে পারে কেকেআর কর্তৃপক্ষকে।

Advertisement

ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কেকেআরের বিরুদ্ধে ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন সল্ট। সেই ম্যাচ হেরে যায় কলকাতা। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গত বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়স আয়ার করেন ৪২ বলে অপরাজিত ৯৭। এ বার তিনি পঞ্জাব কিংসের অধিনায়ক। নীতীশকে এ বার কিনেছে রাজস্থান। রবিবার গুয়াহাটির ২২ গজে ঝড় উঠল কেকেআরের প্রাক্তন অধিনায়কের ব্যাটেও। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৬ বলে ৮১ রানের ইনিংস খেললেন। ১০টি চার এবং ৫টি ছয় মারলেন তিনি। তার আগে বিশাখাপত্তনমে বল হাতে দাপট দেখান মিচেল স্টার্ক। অস্ট্রেলীয় জোরে বোলার এ বার দিল্লি ক্যাপিটালসে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছেন।

কেকেআরের আইপিএল জয়ী দলের ক্রিকেটারেরা এ বারও বিভিন্ন দলকে জেতাচ্ছেন। ভাল পারফর্ম করছেন। অথচ তাঁদের গুরুত্ব দিয়ে ধরে রাখার প্রয়োজনই মনে করেননি কেকেআর কর্তৃপক্ষ। এমনকি নিলামের সময়ও এই ক্রিকেটারদের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেনি কেকেআর। রবিবার স্টার্ক একাই কোণঠাসা করে দেন হায়দরাবাদকে। তিনি আউট করেছেন ট্রেভিস হেড (২২), ঈশান কিশন (২), নীতীশ কুমার রেড্ডি (শূন্য), উইয়ান মুলডার (৯) এবং হর্ষল পটেলকে (৫)। এ ছাড়া অভিষেক শর্মাকে (১) প্রথম ওভারে রান আউট করার ক্ষেত্রেও অবদান রয়েছে স্টার্কের।

অন্য ম্যাচে চাপের মুখে ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছেন নীতীশ। যশস্বী জয়সওয়াল প্রথম ওভারেই আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নামেন তিনি। গুরুত্বপূর্ণ তিন নম্বরে নেমে দলের ইনিংসকে টেনে নিয়ে যান। নীতীশ ২০২৩ মরসুমে কলকাতার অধিনায়ক ছিলেন। গত মরসুমেও সহ-অধিনায়ক ছিলেন।

সল্ট, শ্রেয়স, নীতীশ, স্টার্ক সকলেই এ বার ভাল ফর্মে রয়েছেন। সমস্যায় পারেন পুরনো দল কেকেআরকে। অতীতে সূর্যকুমার যাদব, শুভমন গিল, দীনেশ কার্তিকদের ধরে রাখার কথা ভাবেননি কেকেআর কর্তৃপক্ষ। তাঁরাও পরে আইপিএলে সফল হয়েছেন। ভারতীয় ক্রিকেটে নিজেদের জায়গা করে নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন