অনূর্ধ্ব ১৫ ডার্বি জয়ী মোহনবাগান দল। ছবি: সংগৃহীত।
সোমবার ছোটদের দু’টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। অনূর্ধ্ব ১৭ এলিট ইউথ লিগের ম্যাচ গোলশূন্য ড্র হল। তবে অনূর্ধ্ব ১৫ লিগের ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেল সবুজ-মেরুন শিবির। একই সঙ্গে তারা অনূর্ধ্ব ১৫ পর্বে আঞ্চলিক পর্যায় চ্যাম্পিয়ন হল। শেষ ১০ দিনে এই নিয়ে চারটি বড় ম্যাচ হারল লাল-হলুদ।
বেশ কিছু দিন ধরে কলকাতা ডার্বি মানেই যেন আতঙ্ক হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলে। শুধু অস্কার ব্রুজ়োর দল নয়, লাল-হলুদের বিভিন্ন বয়সভিত্তিক দলও হারাতে পারছে না মোহনবাগানকে। একই দিনে রিল্যায়ান্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের দু’টি পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধানের ছোটদের দল। অনূর্ধ্ব ১৭ পর্যায়ের ম্যাচে ইস্টবেঙ্গলের মুখরক্ষা হলেও অনূর্ধ্ব ১৫ পর্যায়ে লাল-হলুদের সঙ্গী ৩ গোলের লজ্জা। ছোট থেকে বড়— যে কোনও পর্যায়ের ম্যাচেই সামনে মোহনবাগান থাকলেই যেন গুটিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। ডার্বির পরিচিত আত্মবিশ্বাস দেখা যাচ্ছে না লাল-হলুদ শিবিরে।
এ দিনও সুযোগ কাজে লাগাতে ভুল করেনি মোহনবাগানের অনূর্ধ্ব ১৫ ফুটবারেরা। গত ১১ জানুয়ারির ম্যাচেও জিতেছিল মোহনবাগান। সেই ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারেননি লাল-হলুদ ব্রিগেড। ১-২ গোলে হারতে হয়েছিল। এ দিনের ম্যাচ সেই লড়াইও দেখা যায়নি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ছিল সবুজ-মেরুন খুদেদের।
অনূর্ধ্ব ১৭ এলিট ইয়ুথ লিগের আগের ম্যাচে শেখর সর্দারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতেছিল ইস্টবেঙ্গল। গত ১৫ জানুয়ারিও মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচে আদিত্য মণ্ডলের গোলে জয় পায় মোহনবাগান।
ইস্টবেঙ্গলের সিনিয়র দল আইএসএলে শেষ দশটি ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জয় পায়নি। হেরেছে ন’টিতেই। তবে ছোটদের ডার্বিতে একটু হলেও দাপট ছিল ইস্টবেঙ্গলের। গত মরসুমে একাধিক ডার্বি জিতেছিল তারা। সেই দাপটও শেষ হল কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।