Mohun Bagan

১২-এ হায়দরাবাদ, তবু সতর্ক শীর্ষে থাকা বাগান! বৃহস্পতির যুবভারতীতে ৫০ হাজার দর্শক?

তিন ফুটবলারের চোট। ব্যক্তিগত কারণে আর এক ফুটবলার নেই। নতুন বছরে তাই ১২ নম্বরে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামলেও যথেষ্ট সতর্ক এক নম্বরে থাকা মোহনবাগানের কোচ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৯:০৫
football

অনুশীলনে গ্রেগ স্টুয়ার্ট। পিছনে কামিংস, শুভাশিসেরা। ছবি: সমাজমাধ্যম।

দলের তিন ফুটবলার চোটের কবলে। ব্যক্তিগত কারণে আর এক ফুটবলারকে নিয়ে অনিশ্চয়তা। নতুন বছরে তাই স্বস্তিতে থাকার কোনও জায়গা নেই মোহনবাগানের। ১২ নম্বরে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামলেও যথেষ্ট সতর্ক এক নম্বরে থাকা মোহনবাগানের কোচ। জানালেন, হায়দরাবাদকে মোটেই হালকা ভাবে নেবেন না তাঁরা।

Advertisement

বুধবার মোলিনা বলেছেন, “আইএসএলে কখনওই কোনও ম্যাচ জেতা সহজ কাজ নয়। কার বিরুদ্ধে খেলছি সেটা মাথাতেই রাখি না। প্রত্যেকটা ম্যাচ জিততে গেলেই প্রচুর পরিশ্রম করতে হয়। এখন আমরা আইএসএলের শীর্ষে। হায়দরাবাদ নীচের দিকে। তার মানে এই নয় খুব সহজ ম্যাচ হবে। এই ম্যাচেও ৯০ মিনিটে ফুটবলারদের সেরাটা নিংড়ে দিতে হবে।”

দিমিত্রি পেত্রাতোস এখনও পুরোপুরি সুস্থ হননি। এ দিন বল পায়ে অল্প অনুশীলন করলেও হায়দরাবাদ ম্যাচে খেলার সম্ভাবনা নেই। একই অবস্থা আশিক কুরুনিয়নেরও। হালকা চোট রয়েছে আপুইয়ারও। তবে কার্ড সমস্যায় এমনিতেই হায়দরাবাদ ম্যাচে খেলা হবে না তাঁর। এ ছাড়া, বিয়ের কারণে ছুটি নিয়েছেন মনবীর সিংহ। বুধবারও অনুশীলন করেননি। মোলিনার দাবি, হায়দরাবাদ ম্যাচে রিজ়ার্ভে থাকতে পারেন মনবীর। তবে খেলাবেন কি না তা ঠিক করবেন ম্যাচের পরিস্থিতি বুঝে।

মনবীর না থাকায় সাহাল সামাদকে ডান দিকের উইংয়ে খেলানো হতে পারে। আপুইয়ার জায়গায় অনিরুদ্ধ থাপার প্রথম একাদশে থাকা নিশ্চিত। তাঁর পাশে কে খেলবেন তা নিয়ে জল্পনা রয়েছে। পাল্লা ভারি দীপক টাংরির। কারণ তিনি রক্ষণেও ভূমিকা নিতে পারেন। এ ছাড়া মোলিনার হাতে অভিষেক সূর্যবংশী বা গ্লেন মার্টিন্সের মতো বিকল্প রয়েছে।

মোহনবাগানের পক্ষে আশার কথা, অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন গ্রেগ স্টুয়ার্ট। হায়দরাবাদ ম্যাচের শেষের দিকে একটু হলেও তাঁকে মাঠে দেখা যেতে পারে। তাই প্রথম একাদশে শুরু করবেন জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংসই।

আগের বছর শেষ হোম ম্যাচে শেষ মুহূর্তে গোয়াকে হারানোর পরেই ক্লাবের কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কা ঘোষণা করেছিলেন, নতুন বছরের প্রথম ম্যাচে দর্শকদের বিনামূল্যে টিকিট দেওয়া হবে। সেই টিকিট নিয়ে আগ্রহ তুঙ্গে। ফলে হায়দরাবাদ ম্যাচে ৪৫-৫০ হাজার দর্শক মাঠে থাকতে পারেন।

এত সমর্থকের সামনে খেলতে পারবেন এটা ভেবে উত্তেজিত মোলিনাও। বলেছেন, “সমর্থকেরাই আমাদের অনুপ্রেরণা। ওরাই লড়াইয়ের শক্তি জোগায়। আমরা ওদের খুশি করতে চাই। তার জন্য ম্যাচটা জিততে হবে। ওরা যাতে সময়টা উপভোগ করতে পারেন তার জন্য ভাল খেলতেও হবে।”

Advertisement
আরও পড়ুন