MS Dhoni

আগের মতো ফিট নন, স্বীকার করলেন ধোনি, জানালেন ৪৩ বছরে ক্রিকেট খেলার রহস্য

২০২০-র অগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে আইপিএলে খেলা থামাননি। মহেন্দ্র সিংহ ধোনির স্বীকারোক্তি, তিনি আর আগের মতো ফিট নন। তবে ৪৩ বছরেও ক্রিকেট খেলে যাওয়ার রহস্য ফাঁস করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৬:০৮
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

২০২০-র অগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তবে আইপিএলে এখনও খেলছেন। মহেন্দ্র সিংহ ধোনি স্বীকার করলেন, তিনি আর আগের মতো ফিট নন। তবু এই ৪৩ বছরে এসেও ক্রিকেট খেলে যাওয়ার রহস্য ফাঁস করেছেন তিনি।

Advertisement

মাস কয়েক পরেই আইপিএলে খেলতে নামবেন ধোনি। এই নিয়ে ১৮তম বার আইপিএলে খেলবেন। তার আগে এক সাক্ষাৎকারে ধোনি বলেছেন, “আমি আগের মতো ফিট নই। তাই যতটুকু ক্রিকেট খেলছি, তার জন্য কী খাচ্ছি তার উপর অনেক পরিশ্রম করতে হয়। তবে এটা ঠিক, জোরে বোলার নই বলে ওদের মতো কঠোর পরিশ্রম করতে হয় না আমাকে।”

টি-টোয়েন্টি ক্রিকেট যেখানে মূলত তরুণদের খেলা, সেখানে কী ভাবে ধোনি ৪৩ বছরেও খেলছেন? নিজেই সেই রহস্য ফাঁস করেছেন মাহি। বলেছেন, “খাওয়া এবং জিমে যাওয়ার মাঝে অনেক ধরনের খেলা খেলি। সময় পেলেই কোনও খেলা নিয়ে মেতে উঠি। সেটা টেনিস, ফুটবল, ব্যাডমিন্টন যে কোনও খেলা হতে পারে। এটাই আমাকে ফিট রাখতে সাহায্য করেছে। নিজের ফিটনেস ধরে রাখার এর চেয়ে ভাল উপায় খুঁজে পাইনি।”

অবসরের পর কেটে গিয়েছে সাড়ে চার বছর। ধোনি আর আন্তর্জাতিক ক্রিকেটকে মিস্‌ করেন না। বলেছেন, “ভেবেছিলাম আরও সময় পাব। দুর্ভাগ্যবশত সেই সময় আমার কাছে ছিল না। এখন আর দেশের হয়ে খেলা মিস্‌ করি না। আমি সব সময় বিশ্বাস করেছি, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা নিয়ে যথেষ্ট ভাবা উচিত। সিদ্ধান্ত নেওয়ার পর আর পুরনো কথা ভেবে লাভ নেই। ঈশ্বরের আশীর্বাদে দেশের জন্য যা করতে পেরেছি তার জন্য আমি গর্বিত।”

খেলা ছাড়ার পরেও সময়টা ভালই কাটছে ধোনির। নিজেই সে কথা জানিয়ে বলেছেন, “আমার বেশ মজাই লাগছে। এখন বন্ধুদের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারছি। মাঝেমাঝেই ছোট ছোট দূরত্বে মোটরবাইক নিয়ে বেরিয়ে পড়ছি। পরিবারকে সময় দিতে পারছি।”

Advertisement
আরও পড়ুন