হোসে মোলিনা। —ফাইল চিত্র।
আইএসএল লিগ-শিল্ড জেতা হয়ে গিয়েছে। এ বার সামনে আইএসএল কাপ জেতার সুযোগ। আরও এক বার ভারতসেরা হওয়ার সুযোগ। বৃহস্পতিবার আইএসএলের সেমিফাইনালে প্রথম পর্বের ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। সেই ম্যাচের আগে নিজেদের লক্ষ্য জানিয়ে দিলেন বাগান কোচ হোসে মোলিনা। তিনি জানিয়েছেন, এখন ফাইনালের কথা ভাবছেন না তিনি।
লিগ-শিল্ড জেতার পর অনেক দিন বিরতি পেয়েছে বাগান। তবে সেমিফাইনালের প্রস্তুতি তাদের সারা বলেই জানিয়েছেন কোচ। মোলিনা বলেন, “মাঝে অনেকটা বিরতি ছিল। ফুটবলারেরা বিশ্রাম পেয়েছে। কয়েক দিন আগে থেকেই সেমিফাইনালের প্রস্তুতি শুরু করেছি। আমাদের প্রমাণ করতে হবে যে আমরাই সেরা দল।” তবে তার সঙ্গে মোলিনা এও বুঝিয়ে দেন যে এখন শুধু একটি ম্যাচ নিয়েই তিনি ভাবছেন। বাগান কোচ বলেন, “সামনের তিনটে ম্যাচই কঠিন। আমরা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। এখন সেমিফাইনালের দ্বিতীয় পর্ব নিয়েও ভাবছি না। ফাইনাল তো অনেক দূর। আগে সেমিফাইনালের দুটো পর্ব জিততে হবে। তার পরে ফাইনালের কথা ভাবব।”
মাঝে দীর্ঘ বিরতি থাকলেও তাঁর দল ছন্দে রয়েছেন বলেই জানিয়েছেন মোলিনা। দলের ফুটবলারেরা জেতার জন্য যে নিজেদের সেরাটা দেবেন তা পরিষ্কার করে দিয়েছেন কোচ। মোলিনা বলেন, “লিগ-শিল্ড জেতার পর অনেকে জাতীয় দলে চলে গিয়েছিল। অনেকে ছুটি কাটাতে গিয়েছিল। সবাই আবার যোগ দিয়েছে। আমাদের আত্মবিশ্বাস আছে। ফুটবলারেরা ভল ছন্দে আছে। জেতাই আসল। আমরা আইএসএল কাপও জিততে চাই। শিল্ড জিতে আমরা খুশি। কিন্তু কাপ জিতলে তা দ্বিগুণ হয়ে যাবে। খেলার ফল কী হবে জানি না। তবে এ কথা বলতে পারি, আমার ফুটবলারেরা জেতার জন্য লড়াই করবে।”
মোহনবাগানের লিগ-শিল্ড জয়ের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে গোলরক্ষক বিশাল কাইথের। ১৪টি ম্যাচে গোল খাননি তিনি। আইএসএলে ভাল খেলায় জাতীয় দলেও ডাক পেয়েছেন। তবে সেখানে মলদ্বীপ ও বাংলাদেশের বিরুদ্ধে বেশ কয়েকটি ভুল করেছেন তিনি। তার প্রভাব কি সেমিফাইনালেও পড়তে পারে? তেমনটা মনে করছেন না মোলিনা। তিনি বলেন, “বিশাল জাতীয় দলে মাত্র দুটো ম্যাচ খেলেছে। ফুটবল এক জনের খেলা নয়। গোটা দলের খেলা। রক্ষণ যদি সাহায্য না করে গোলরক্ষক একাই কী করবে। মোহনবাগানে বিশাল রক্ষণের সাহায্য পেয়েছে। তাই ১৪টা ম্যাচে গোল খায়নি। খেলায় ভুল হতেই পারে। তবে বিশাল এমন ফুটবলার যে পুরনো কথা মনে রাখে না। ওর উপর আমার বিশ্বাস আছে। আমি জানি, জামশেদপুরে ও খুব ভাল খেলবে।”
এ বারের আইএসএলে ঘরের মাঠে সবচেয়ে ভাল রেকর্ড বাগানের। দ্বিতীয় পর্বের খেলা যুবভারতীতে। তবে দ্বিতীয় পর্বের কথা ভাবছেন না মোলিনা। তিনি জানেন, দু’টি ম্যাচের খেলায় এক বার পিছিয়ে পড়লে ফেরা কঠিন। তাই শুরু থেকেই জয় ছাড়া কিছু ভাবছেন না তিনি। মোলিনা বলেন, “আমরা কোনও দিন ড্রয়ের জন্য খেলিনি। প্রতিটা ম্যাচ জেতার জন্য খেলেছি। এ বারেও সেটাই করব। জানি এটা লিগ নয়। দুটো ম্যাচ পাব। তাই শুরুতে পিছিয়ে পড়লে সমস্যা। তাই ঘরের মাঠে কী করব সেটা নিয়ে ভাবছি না। আপাতত অ্যাওয়ে ম্যাচ জিততে চাই। লিগ পর্বে আমরা জামশেদপুরের বিরুদ্ধেই সবচেয়ে ভাল খেলেছিলাম। জিততে পারিনি। কিন্তু জয় দিয়ে সব বিচার করা যায় না। এ বার জিতে মাঠ ছাড়তে চাই।”
জামশেদপুরকে সমীহ করছেন মোলিনা। সমীহ করছেন জামশেদপুরের কোচ খালিদ জামিলকেও। তবে প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজের দলের কথা ভাবছেন মোলিনা। পরিকল্পনা তৈরি করছেন। জিতে মাঠ ছাড়তে চাইছেন। তবে তার মাঝেই একটু হলেও চিন্তা রয়েছে মোলিনার। মনবীর সিংহ ও আপুইয়া এখনও পুরো সুস্থ নন। দুই ফুটবলারের চোট নিয়ে বাগান কোচ বলেন, “ওদের জন্য অপেক্ষা করছি। ওরা দলের সঙ্গে এসেছে। কিন্তু ১০০ শতাংশ সুস্থ নয়। এখনও বিশ্রাম নিচ্ছে। এখনই কিছু বলতে পারছি না। ম্যাচের দিন সিদ্ধান্ত নেব যে ওরা খেলতে পারবে কি না।”