সঞ্জীব গোয়েন্কা। —ফাইল চিত্র।
নতুন বিতর্কে জড়াল লখনউ সুপার জায়ান্টস। অভিযোগ, পঞ্জাব কিংসের কাছে ঘরের মাঠে হেরে যাওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাকি যাননি লখনউয়ের কোনও প্রতিনিধি। পুরস্কার দেওয়ার সময় নাকি দেখা যায়নি দলের কোনও ক্রিকেটার, কোচ বা কর্তাকেও। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
হাড্ডাহাড্ডি ম্যাচে শ্রেয়স আয়ারদের কাছে হেরে যাওয়ার পরই মাঠে নেমে এসেছিলেন লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন্কা। তিনি সব ম্যাচেই খেলা শেষ হওয়ার পর মাঠে নেমে আসেন। অধিনায়ক পন্থের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু অভিযোগ, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মঞ্চের কাছাকাছি দলের কেউই নাকি যাননি। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, লখনউয়ের অনুপস্থিতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা ভাল চোখে দেখছেন না।
আইপিএলের রীতি অনুযায়ী খেলা শেষ হওয়ার পর পুরস্কার দেওয়ার সময় দু’দলের ক্রিকেটার, কোচ এবং কর্তাদের মাঠে থাকার কথা। গত ১ এপ্রিল খেলা শেষ হওয়ার পর লখনউয়ের কোনও প্রতিনিধি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেননি বলে অভিযোগ। লখনউয়ের এক কর্তাকে উদ্ধৃত করে ওই সংবাধমাধ্যম লিখেছে, ‘‘সঞ্জীব গোয়েন্কা মাঠেই ছিলেন সে সময়। কিন্তু অনুষ্ঠানে তাঁর থাকার কথা ছিল না।’’ যদিও সংবাদমাধ্যমের খবর, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কলকাতার শিল্পপতি।
এখনও পর্যন্ত এ বারের আইপিএলে তিনটি ম্যাচ খেলেছেন পন্থেরা। একটি ম্যাচে জয় পেয়েছেন তাঁরা। হেরেছেন দু’টিতে। শুক্রবার লখনউয়ের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।