এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল সৎবাবার বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘ দিন ধরে তাকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন সৎবাবা। সব জেনেও চুপ ছিলেন মা। শেষ পর্যন্ত দিদাকে নিয়ে থানায় অভিযোগ করে নাবালিকা। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের বছর চারেক আগে পর দ্বিতীয় বিয়ে করেছিলেন নির্যাতিতার মা। প্রথম পক্ষের মেয়েকে নিয়ে দ্বিতীয় পক্ষের স্বামীর কাছে থাকতেন তিনি। কিন্তু দিনের পর দিন সৎবাবা নাবালিকাকে যৌন নিগ্রহ করতেন বলে অভিযোগ। মেয়েটির দাবি, মা সব জেনেও প্রতিবাদ করেননি। বরং সে যখন দিদাকে নিয়ে সৎবাবার বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করেছে, তখন মা দাবি করেছেন, সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।
পুলিশ সূত্রে খবর, গত দুর্গাপুজোর সময় অভিযুক্ত সৎমেয়ের উপর যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনা তিনি আগেও ঘটিয়েছেন বলে দাবি। তবে মায়ের ‘পরামর্শে’ এত দিন চুপ ছিল নাবালিকা। কিন্তু গত বৃহস্পতিবার তার সঙ্গে আবার একই ব্যবহার করেন সৎবাবা। তখন বিষয়টি দিদাকে জানায় ‘নির্যাতিতা’। ওই মহিলা নাতনিকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন জামাইয়ের বিরুদ্ধে। কিশোরীর দাবি, ‘‘এর আগে এই ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। বৃহস্পতিবার রাতে আবার আমার উপরে অত্যাচার করে বাবা। মাকে জানয়ে কোনও লাভ হয়নি। তাই দিদাকে নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছি।’’
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যৌন নির্যাতন-সহ পকসো আইনে মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।