Mohammedan Sporting Club

Mohammedan Sporting: মহমেডানে খেলতে আসছেন ‘তাজিকিস্তানের রোনাল্ডো’!

এটিকে মোহনবাগানের সঙ্গে পাল্লা দিয়ে পরের মরসুমের দল গড়ছে মহমেডানও। একের পর এক ফুটবলারকে সই করিয়ে চলেছে তারা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ১৬:০১
মহমেডানে দাভরোনভ।

মহমেডানে দাভরোনভ। ফাইল ছবি

আগামী মরসুমের আগে পরের পর ফুটবলার সই করিয়ে চলেছে এটিকে মোহনবাগান। পাল্লা দিয়ে ফুটবলার নিয়োগ করছে ময়দানের আর এক প্রধান মহমেডানও। বসে শুধু ইস্টবেঙ্গলই। সম্প্রতি পল পোগবার ভাই ফ্লোরেন্টিনকে সই করিয়ে চমকে দিয়েছে এটিকে মোহনবাগান। তার আগে সই করিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা ব্রেন্ডন হামিলকে। এ বার মহমেডানেও খেলতে আসছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা ফুটবলার। তাজিকিস্তান জাতীয় দলের মিডফিল্ডার নুরিদ্দিন দাভরোনভকে সই করানোর কথা রবিবারই ঘোষণা করল মহমেডান। ‘তাজিকিস্তানের রোনাল্ডো’ বলে ডাকা হয় এই ফুটবলারকে।

দাভরোনভ এই মুহূর্তে খেলেন সে দেশেরই ক্লাব ইস্তিকললের হয়ে। এ বছরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও তিনি খেলেছেন। গত বারও ছিলেন। তাজিকিস্তানের একাধিক প্রথম সারির ক্লাব ছাড়াও বুলগেরিয়া এবং ইন্দোনেশিয়ার ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে দাভরোনভের। রাশিয়ার লোকোমোটিভ মস্কোর যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার কেরিয়ার শুরু করেন এনার্জেটিক দুশানবে ক্লাবের হয়ে। এর পর দেশ এবং বিদেশের একাধিক ক্লাবে খেলেছেন।

Advertisement

জাতীয় দলের হয়ে ২০০৭-এর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলেছেন। ২০০৮-এ এএফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালে খেলেছেন দাভরোনভ। সেই ম্যাচে ভারতের কাছে হারে তাজিকিস্তান। জাতীয় দলের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন এবং এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলেছেন। মহমেডান জানিয়েছে, দ্রুতই কলকাতায় আসবেন এই ফুটবলার।

আরও পড়ুন
Advertisement