Manchester City

হ্যাটট্রিক ম্যাঞ্চেস্টার সিটির, গত ছ’বছরে পাঁচ বার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন

ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার নটিংহ্যাম ফরেস্টের কাছে অবিশ্বাস্য ভাবে হেরে গেল আর্সেনাল। তাতেই চ্যাম্পিয়ন হল সিটি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৩ ০০:২১
manchester city

হালান্ডদের হাতেই উঠল প্রিমিয়ার লিগ খেতাব। ছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার নটিংহ্যাম ফরেস্টের কাছে অবিশ্বাস্য ভাবে হেরে গেল আর্সেনাল। গোল করেন তাইয়ো আয়োনিয়ি। ফলে রবিবার চেলসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই লিগ খেতাব উঠে গেল ম্যাঞ্চেস্টার সিটির মাথায়। গত পাঁচ বছরে এই নিয়ে চতুর্থ বার ঘরোয়া লিগ জিতল সিটি। এ বার ত্রিমুকুট জেতার সুযোগ রয়েছে তাদের সামনে।

বহু বছর পর এই মরসুমে প্রিমিয়ার লিগ জেতার স্বপ্ন দেখাচ্ছিল আর্সেনাল। মিকেল আর্তেতার কোচিংয়ে গোটা দলই ছন্দবদ্ধ ফুটবল খেলছিল। সেই ছন্দ হারিয়ে যায় নতুন বছর শুরু হওয়ার পর থেকেই। একের পর এক ম্যাচে পয়েন্ট খোয়াতে থাকে তারা। সিটির সঙ্গে এক সময়ে ১০ পয়েন্টের বেশি ব্যবধান ছিল তাদের। সেই পয়েন্ট ক্রমশ কমতে থাকে। কিছু দিন আগেই আর্সেনালকে টপকে যায় সিটি। শনিবার তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল তারা।

Advertisement

একই দিনে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এ দিন তারা কাসেমিরোর গোলে ১-০ হারায় বোর্নমাউথকে। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে লিভারপুল ১-১ ড্র করল। পরের ম্যাচে যদি ইউনাইটেড জেতে, তা হলেই চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement