ISL 2023-24 Derby

পিছিয়ে পড়েও দু’বার ফিরল মোহনবাগান, কোন পথে ড্র আইএসএল ডার্বি

কয়েক দিন আগে সুপার কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে মোহনবাগান। এই মরসুমে আইএসএলের প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে দুই প্রধান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৯
ডার্বির একটি মুহূর্ত।

ডার্বির একটি মুহূর্ত। ছবি: এক্স।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৯ key status

ড্র আইএসএল ডার্বি

শেষ পর্যন্ত ২-২ ফলে শেষ হল খেলা। 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৩ key status

একের পর এক সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের

সংযুক্তি সময়ের শুরুতে বাগানের গোল লক্ষ্য করে বেশ কয়েকটি আক্রমণ তুলে আনে ইস্টবেঙ্গল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারা। 

Advertisement
timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৯ key status

৮৭ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

খেলায় সমতা ফেরাল মোহনবাগান। বক্সের মধ্যে ইস্টবেঙ্গল রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করলেন দিমিত্রি পেত্রাতোস। 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৪ key status

মাথা গরম করছেন ফুটবলারেরা

মাঝেমধ্যেই মাথা গরম করে দু’দলের ফুটবলারেরা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। ফলে মাঠে উত্তাপ বাড়ছে। 

Advertisement
timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৭ key status

৫৪ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

পেনাল্টি থেকে গোল করলেন ক্লেটন সিলভা। বক্সের মধ্যে দীপক টাংরি মহেশকে ফাউল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করতে ভুল করেননি ক্লেটন। 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২১ key status

বিরতিতে ১-১

১-১ গোলে সাজঘরে গেল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। 

Advertisement
timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৩ key status

৪০ মিনিট। সহজ সুযোগ নষ্ট সাদিকুর

কিয়ান নাসিরির ক্রস থেকে বক্সে বল পেয়ে যান সাদিকু। তাঁর সামনে কোনও ডিফেন্ডার ছিল না। কিন্তু তার পরেও গোল বল রাখতে পারেননি তিনি। সাদিকুর শট বার উঁচিয়ে চলে যায়। 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৩ key status

চাপ বাড়াচ্ছে মোহনবাগান

প্রাথমিক ধাক্কা সামলে খেলায় ফিরেছে মোহনবাগান। গোল শোধ করার পর থেকে চাপ বাড়াচ্ছে তারা। লাল-হলুদ বক্সে বেশ কয়েকটি আক্রমণ তুলে এনেছেন কিয়ান নাসিরি, দিমিত্রি পেত্রোতোসেরা। কিন্তু দ্বিতীয় গোল এখনও করতে পারেনি সবুজ-মেরুন। 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫০ key status

১৬ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

গোল শোধ মোহনবাগানের। এ বার বল জালে জড়ালেন আর্মান্দো সাদিকু। ব্রেন্ডন হামিলের ক্রস ডিফেন্ডারদের আগে পায়ে লাগান সাদিকু। পোস্ট ঘেঁষে বল গোলে ঢোকে। 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৩ key status

চাপ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল

গোল করার পরে চাপ আরও বাড়াচ্ছে ইস্টবেঙ্গল। মোহনবাগানের গোল লক্ষ্য করে আরও দু’টি আক্রমণ তুলে এনেছে তারা। থিতু হওয়ারই সময় পাচ্ছে না সবুজ-মেরুন। রক্ষণেই ব্যস্ত তারা। 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৭ key status

৩ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

শুরুতেই এগিয়ে গেল ইস্টবেঙ্গল। বাঁ প্রান্ত ধরে উঠে বক্সে বল বাড়ান নিশু কুমার। ডান পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন অজয় ছেত্রী। 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৯ key status

শুরু হয়ে গেল খেলা

শুরু হয়ে গেল বড় ম্যাচ। চিরপরিচিত জার্সিতে মাঠে নেমেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৫ key status

মোহনবাগানের প্রথম একাদশ

বিশাল কাইথ, আনোয়ার আলি, ব্রেন্ডন হামিল, অনিরুদ্ধ থাপা, দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বসু, সাহাল আবদুল সামাদ, দীপক টাংরি, কিয়ান নাসিরি, হেক্টর ইয়ুস্তে, আর্মান্দো সাদিকু।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৫ key status

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

প্রভসুখন গিল, মহম্মদ রাকিপ, লালচুংনুঙ্গা, হিজাজি মাহের, নিশু কুমার, সউল ক্রেসপো, হোসে পারদো, অজয় ছেত্রী, নন্দকুমার, মহেশ নাওরেম, ক্লেটন সিলভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন