Kylian Mbappe

ধোপে টিকল না পিএসজির আবেদন, পুরনো ক্লাবের থেকে ৪৮৩ কোটি টাকা পাবেন এমবাপে

চলতি মরসুমেই প্যারিস সঁ জরমঁ ছেড়ে রিয়াল মাদ্রিদে খেলতে গিয়েছেন কিলিয়ান এমবাপে। পুরনো ক্লাবের কাছ থেকে বকেয়া বাবদ ৪৮৩ কোটি টাকা পাবেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৭:৫৬
football

কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।

ঝামেলা হয়েছিল পুরনো ক্লাবের সঙ্গে। ফলে চলতি মরসুমেই প্যারিস সঁ জরমঁ ছেড়ে রিয়াল মাদ্রিদে খেলতে গিয়েছেন কিলিয়ান এমবাপে। রিয়ালে যাওয়ার পরে এমবাপে অভিযোগ করেছিলেন, পিএসজির কাছে বেতন বকেয়া রয়েছে তাঁর। এমবাপের দাবির বিরুদ্ধে ফরাসি ফুটবল সংস্থায় আবেদন করেছিল ক্লাব। সেই আবেদন ধোপে টেকেনি। ফলে পুরনো ক্লাবের কাছ থেকে বকেয়া বাবদ ৪৮৩ কোটি টাকা পাবেন এমবাপে।

Advertisement

ফ্রান্সের স্ট্রাইকার এমবাপে অভিযোগ করেছিলেন, এপ্রিল, মে ও জুন মাসের বেতন ও বোনাস বকেয়া রয়েছে তাঁর। পাশাপাশি ক্লাবের সঙ্গে তাঁর যে চুক্তি হয়েছিল তার এক তৃতীয়াংশ টাকাও বাকি রয়েছে। পিএসজি সেই টাকা তাঁকে দিচ্ছে না।

এমবাপের অভিযোগের পর পিএসজিকে নোটিস পাঠিয়েছিল ফরাসি ফুটবল সংস্থা। তাদের বলা হয়েছিল, ১০ দিনের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে। পিএসজি দাবি করেছে, ২০২৩ সালের অগস্ট মাসে এমবাপেই নাকি বকেয়া টাকা মকুবের প্রস্তাবে রাজি হয়েছিলেন। কিন্তু ফরাসি ফুটবল সংস্থার নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেনি পিএসজি। ফলে তাদের আবেদন বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে পিএসজিকে নির্দেশ দেওয়া হয়েছে, পুরো ৪৮৩ কোটি টাকা মেটাতে হবে তাদের।

তবে নতুন ক্লাব রিয়ালে গিয়েও খুব একটা ভাল অবস্থায় নেই এমবাপে। তিনি নাকি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছেন। মানসিক সমস্যাতেও নাকি ভুগছেন এমবাপে। ফ্রান্সের এক সংবাদপত্রে জানানো হয়েছে, রিয়ালে এসে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় কিছুতেই মানিয়ে নিতে পারছেন না এমবাপে। তাঁকে জোর করে সেই জায়গায় খেলানো হচ্ছে। গোল এবং ছন্দ না পাওয়ায় মানসিকতা তলানিতে এসে ঠেকেছে তাঁর।

ইউরো কাপের পর স্টকহোমে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে ধর্ষণে নাম জড়িয়েছে তাঁর। সেই মামলা চলছে আদালতে। ফুটবলজীবনে খারাপ সময় কাটানোর সময় ব্যক্তিগত জীবনেও খুব ভাল জায়গায় নেই এমবাপে। কাটা ঘায়ে নুনের ছিটের মতো ফ্রান্স দল থেকেও বাদ পড়েছেন তিনি। ক’দিন আগেও যিনি দলের অধিনায়ক ছিলেন তাঁকে পর পর দু’বার বাদ দিলেন কোচ দিদিয়ের দেশঁ। সেই ঘটনাও খুশি করতে পারেনি এমবাপেকে।

Advertisement
আরও পড়ুন