FA Cup

এফএ কাপ ফাইনালে ম্যাঞ্চেস্টার মহাদ্বৈরথ

এফসি কাপের ফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফাইনালে মার্কাস র‌্যাশফোর্ডদের প্রতিপক্ষ পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ০৯:০২
An image of the FA Cup

রুদ্ধশ্বাস ম্যাচে সাডেন ডেথ-এ ব্রাইটনকে হারিয়ে এফসি কাপের ফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফাইল চিত্র।

রুদ্ধশ্বাস ম্যাচে সাডেন ডেথ-এ ব্রাইটনকে হারিয়ে এফসি কাপের ফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফাইনালে মার্কাস র‌্যাশফোর্ডদের প্রতিপক্ষ পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি।

রবিবার ওয়েম্বলিতে দুর্দান্ত শুরু করেছিল ব্রাইটন। ম্যাচের সাত মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ফ্রি-কিক কোনও মতে বাঁচান ম্যান ইউয়ের গোলরক্ষক দাভিদ দা হিয়া। প্রাথমিক ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেন অ্যান্টনি মার্শিয়ালরা। ১৭ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের শট বাঁচান ব্রাইটনের গোলরক্ষক রবার্ট স্যাঞ্চেস। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়।

Advertisement

দ্বিতীয়ার্ধেও এক ছবি। ৫৬ মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাইটন। এ বারও ম্যান ইউয়ের ত্রাতা হয়ে ওঠেন দা হিয়া। চার মিনিট পরে সলি মার্শের শটও বাঁচান তিনি। ৬৪ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলেন মার্শিয়াল। কিন্তু তাঁর শট বাঁচান ব্রাইটনের গোলরক্ষক। নির্ধারিত সময়েও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ফয়সালা হয়নি। টাইব্রেকারেও এক ছবি। কিন্তু সাডেন ডেথে ব্রাইটনের মার্শ ক্রসবারের উপর দিয়ে বল উড়িয়ে দেন। ভিক্টর লিন্ডেলফ গোল করতেই ৭-৬ গোলের ব্যবধানে ব্রাইটনকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ম্যান ইউ।

সেভিয়ার কাছে ০-৩ গোলে বিপর্যস্ত হয়ে ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার আটচল্লিশ ঘণ্টার মধ্যে ব্রাইটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠে ম্যান ইউ ম্যানেজার এরিক টেন হ্যাগ বলেছেন, ‘‘সেভিয়ার বিরুদ্ধে আমরা খুব বাজে খেলেছিলাম। আমি খুশি এফএ কাপের সেমিফাইনালে ছেলেরা দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটানোয়।’’

দ্য হিয়ার উচ্ছ্বসিত প্রশংসা করে যোগ করেছেন, ‘‘দল হারলে গোলরক্ষককেই কাঠগড়ায় তোলা হয়। সেভিয়া ম্যাচের পরেও তার ব্যতিক্রম হয়নি। ব্রাইটনের বিরুদ্ধে অনবদ্য খেলে দ্য হিয়া নিজেকে আরও একবার প্রমাণ করেছে।’’

দলের ফুটবল নিয়ে টেন হ্যাগ বলেছেন, ‘‘সেভিয়ার বিরুদ্ধে ম্যাচ দেখে যতটা হতাশা হয়েছিলাম, এই ম্যাচ দেখে আমি নতুন ভাবে চাঙ্গা হয়ে গিয়েছি। শেষ পর্যন্ত সকলে লড়াই করেছে। ম্যান ইউ ফুটবলারদের থেকে আমি এমন ফুটবলই আশা করি। আশা করব, মরসুমে এই ট্রফি জিতে আমরা সমর্থকদের বিশ্বাস ফিরিয়ে আনতে পারব।’’

প্রতিপক্ষ ম্যান সিটি সম্পর্কে টেন হ্যাগের প্রতিক্রিয়া, ‘‘সকলেই জানেন, ম্যান সিটি কতটা শক্তিশালী দল। বিশেষ করে, দলে আর্লিং হালান্ডের মতো বিপজ্জনক ফুটবলার রয়েছে। তবে নিজেদের পিছিয়ে রাখছি না। ট্রফির দ্বৈরথে আমাদের দলও কাউকে ছেড়ে কথা বলবে না।’’

আরও পড়ুন
Advertisement