East Bengal

শৌভিকের চোট নিয়ে চিন্তা বাড়ছে ইস্টবেঙ্গলের, চুক্তির মেয়াদ বাড়তে পারে মোহনবাগানের শুভাশিসের

শুক্রবার দলের সঙ্গে মাঠে এলেও অনুশীলন না করে ফিরে গিয়েছিলেন শৌভিক চক্রবর্তী। শনিবারও তিনি অনুশীলন করলেন না। মুম্বই সিটি ম্যাচের আগে বাঙালি ফুটবলারকে নিয়ে চিন্তা বাড়ছে ইস্টবেঙ্গলের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ২০:২৭
football

ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী। ছবি: সমাজমাধ্যম।

শুক্রবার দলের সঙ্গে মাঠে এলেও অনুশীলন না করে ফিরে গিয়েছিলেন শৌভিক চক্রবর্তী। শনিবারও তিনি অনুশীলন করলেন না। মুম্বই সিটি ম্যাচের আগে বাঙালি ফুটবলারকে নিয়ে চিন্তা বাড়ছে ইস্টবেঙ্গলের। এ দিকে, অধিনায়ক শুভাশিস বসুর সঙ্গে দু’বছর চুক্তি বাড়াতে পারে মোহনবাগান।

Advertisement

সোমবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। নতুন বছরে এটাই তাদের প্রথম ম্যাচ। তবে চোট-আঘাত দীর্ঘ দিন ধরেই তাদের সঙ্গী। মাদিহ তালাল গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। নতুন ফুটবলার কবে আসবেন জানা নেই। সাউল ক্রেসপো এখনও অনুশীলনে যোগ দিতে পারেননি। এই অবস্থায় শৌভিকেরও চোট থাকায় মুম্বইয়ের বিরুদ্ধে কাকে মাঝমাঠে খেলানো হবে তা নিয়ে চিন্তা বাড়তে পারে অস্কার ব্রুজ়‌োর।

শৌভিক এ দিন সাইডলাইনেই গোটা সময় কাটিয়েছেন। ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে রিহ্যাব করেছেন তিনি। মুম্বই ম্যাচে খেলতে পারবেন কি না নিশ্চিত নয়। তবে লাল-হলুদের চিন্তা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লালচুংনুঙ্গা এবং আনোয়ার আলি। এ দিন কোচ ব্রুজ়‌ো দলকে পাসিং অনুশীলন করান। দু’ভাগে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিসও করান। সেখানে লালচুংনুঙ্গা এবং আনোয়ার, দু’জনকেই পুরোদমে খেলতে দেখা গিয়েছে।

এ দিকে, ২০২৫ সালের মে মাস পর্যন্ত মোহনবাগানের সঙ্গে চুক্তি রয়েছে শুভাশিসের। তবে সম্প্রতি শুভাশিসের পারফরম্যান্সে মুগ্ধ দল পরিচালন সমিতি। যে ভাবে তিনি গোল করছেন এবং মুখে মাস্ক পরেও দলের হয়ে খেলতে নামছেন তা সমীহ আদায় করে নিয়েছে। তাই এখনই তাঁর সঙ্গে আরও দু’বছর চুক্তি বাড়িয়ে নেওয়ার কথা ভাবছে দল।

Advertisement
আরও পড়ুন