Yuzvendra Chahal

চহালের বিবাহবিচ্ছেদ নিয়ে আবার জল্পনা, স্ত্রীর সব ছবি মুছে দিলেন সমাজমাধ্যম থেকে

আবার শুরু হল যুজবেন্দ্র চহল এবং ধনশ্রী বর্মার বিয়ে নিয়ে জল্পনা। দেখা গিয়েছে, সমাজমাধ্যমে স্ত্রীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছেন চহল। দু’জনেই একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৯:১৫
cricket

যুজবেন্দ্র চহল (বাঁ দিকে) এবং ধনশ্রী বর্মা। ছবি: সমাজমাধ্যম।

তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনার শুরু অনেক আগে থেকেই। মাঝে তা কিছুটা থিতিয়ে গিয়েছিল। আবার শুরু হল যুজবেন্দ্র চহল এবং ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা। দেখা গিয়েছে, সমাজমাধ্যমে স্ত্রীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছেন চহল। দু’জনেই একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন। এর পরেই ফের বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছে।

Advertisement

চহল সব ছবি মুছে দিলেও ধনশ্রী সে পথে হাঁটেননি। তিনি এখনও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নিজের বেশ কিছু ছবি রেখে দিয়েছেন। সেটি তাঁর অ্যাকাউন্টে গেলে দেখাও যাচ্ছে। ফলে দু’জনের সম্পর্ক এখন ঠিক কোন জায়গায় তা নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে।

২০২০ সালের ২২ ডিসেম্বর গুরুগ্রামের একটি অনুষ্ঠানে চহল বিয়ে করেন ধনশ্রীকে। ধনশ্রী আসলে চহলের নাচের শিক্ষক ছিলেন। করোনার সময় অনলাইনে নাচ শিখতে গিয়ে দু’জনের আলাপ। দু’জনেই সমাজমাধ্যমে সক্রিয়। প্রায়ই নিজেদের ছবি দেন। তবে সম্পর্ক যে ঠিকঠাক নেই তা বোঝা গিয়েছিল কয়েক মাস আগেই। শোনা যাচ্ছিল, শ্রেয়স আয়ারের সঙ্গে নাকি ধনশ্রীর সম্পর্ক রয়েছে। যদিও প্রত্যেকেই এই খবর উড়িয়ে দিয়েছিলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চহল এবং ধনশ্রী, কেউই সরকারি ভাবে কিছু বলেননি।

ক্রিকেট এবং নাচের মধ্যে দূরত্ব কয়েক যোজনের। তবে কোভিড অতিমারির সময় সেই দূরত্ব ঘোচাতে চেয়েছিলেন চহল। ধনশ্রীর সঙ্গে চহলের আলাপ হয় তাঁদের এক বন্ধুর মাধ্যমে। অতিমারি চলাকালীন নাচ শিখতে চেয়েছিলেন চহল। ধনশ্রীর কাছেই নাচের প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। ধনশ্রীর বিভিন্ন অনলাইন ওয়ার্কশপেও যোগ দিতেন চহল। সমাজমাধ্যমে একে অপরের পোস্টের তলায় মন্তব্য করলেও তাঁদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলতেন দু’জনেই।

চহলের জন্মদিনে ধনশ্রী সমাজমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান। ধীরে ধীরে সমাজমাধ্যমেই ধনশ্রী এবং চহল তাঁদের ছবি পোস্ট করতে শুরু করেন। একসঙ্গে বাইরেও দেখা যেতে থাকে তাঁদের। চহলের ম্যাচ থাকলে গ্যালারিতে দেখা যেত ধনশ্রীকে। ২০২০ সালের ৮ অগস্ট চহলের সঙ্গে আংটিবদলের অনুষ্ঠান হয় ধনশ্রীর। কয়েক মাস পর ২২ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়।

সমাজমাধ্যমে নিজের নাম এবং পদবির পাশে চহলের পদবিও যোগ করেছিলেন তিনি। কিন্তু সেই পদবি আবার সরিয়ে ফেলেছিলেন তিনি। নেটব্যবহারকারীদের অধিকাংশের দাবি ছিল, চহলের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হতে পারে। সে কারণেই পদবি সরিয়ে ফেলেছেন ধনশ্রী। চহলের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের খবর আরও ছড়িয়ে পড়লে সমাজমাধ্যমে সরব হন ধনশ্রী। এগুলি যে সবই রটনা, তা-ও জানিয়েছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন