ATK Mohun Bagan

ডুরান্ড কাপে নৌ সেনাকে হারিয়ে তাদেরই হাতে বেঁচে থাকল এটিকে মোহনবাগানের ভাগ্য

দুর্বল নৌ সেনার বিরুদ্ধে প্রথম একাদশে অনেক বদল আনেন কোচ ফেরান্দো। কোনও বিদেশিকে রাখেননি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যাঁরা খেলেননি, মূলত তাঁরাই সুযোগ পান। তাতেই বাজিমাত ফেরান্দোর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২২ ২০:২২
গোল করে এটিকে মোহনবাগানকে জেতালেন কিয়ান নাসিরি।

গোল করে এটিকে মোহনবাগানকে জেতালেন কিয়ান নাসিরি। ফাইল ছবি

ডুরান্ড কাপে টিকে থাকল এটিকে মোহনবাগান। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে ভারতীয় নৌ সেনাকে ২-০ ব্যবধানে হারিয়ে দিল তারা। গোল করলেন লেনি রদ্রিগেস এবং কিয়ান নাসিরি। এই জয়ের ফলে সাত পয়েন্ট হল এটিকে মোহনবাগানের। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তারা গ্রুপে রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে থাকা মুম্বই সিটি এফসি-ও সম সংখ্যক পয়েন্ট পেয়েছে। তবে এক ম্যাচ বাকি থাকতেই তারা উঠে গিয়েছে কোয়ার্টার ফাইনালে।

এ দিন প্রথম একাদশে অনেক বদল আনেন কোচ জুয়ান ফেরান্দো। কোনও বিদেশিকে রাখেননি তিনি। ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যাঁরা খেলেননি, মূলত তাঁরাই সুযোগ পান। সুমিত রাঠি, মনবীর সিংহ, রবি রানা, হানামতে, অভিষেক সূর্যবংশী, লেনি, কিয়ান এবং ফারদিন মোল্লা দলে ছিলেন। বিপক্ষ নৌ সেনাতেও কোনও বিদেশি নেই।

Advertisement

প্রথমার্ধে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন লেনি এবং কিয়ান। ১৭ মিনিটের মাথায় গোল করেন লেনি। বক্সে ভিড় ছিল। তার মধ্যেই মাথা ঠান্ডা রেখে বাঁ দিকের কোনার দিকে শট রাখেন গোয়ার ফুটবলার। বিপক্ষ গোলকিপার বিষ্ণুর বাঁচানোর কোনও সম্ভাবনা ছিল না। চার মিনিট পরে ফের সুযোগ পান লেনি। এ বার তাঁর শট বাঁচিয়ে দেন বিষ্ণু।

২৮ মিনিটের মাথায় আবার এগিয়ে যায় এটিকে মোহনবাগান। মাঝমাঠ থেকে পাস পেয়ে সামনে গোলকিপারকে একা পেয়ে যান জামশিদ নাসিরির পুত্র কিয়ান। তাঁকে পেরিয়ে গোল করতে ভুল করেননি তিনি। দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগান মূলত প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে থাকে। তার মাঝেই নৌ সেনার হরি সুযোগ পেয়েছিলেন। তাঁর শট বাঁচিয়ে দেন গোলকিপার বিশাল কাইতের বদলে নামা অর্শ আনোয়ার। শেষের দিকে এটিকে মোহনবাগান আরও একটি সুযোগ পেয়েছিল। তবে কাজে লাগাতে পারেনি।

এটিকে মোহনবাগানের গ্রুপ থেকে শেষ আটে ওঠার অঙ্কটা ঠিক কী?

মুম্বইয়ের শেষ ম্যাচ ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আগামী শনিবার। রাজস্থান তাদের শেষ ম্যাচ খেলবে নৌ সেনার বিরুদ্ধে। মুম্বই ইস্টবেঙ্গলকে হারালে বা তাদের বিরুদ্ধে ড্র করলে গ্রুপ শীর্ষে থেকেই নকআউটে যাবে। দ্বিতীয় সেরা দল হিসেবে পরের পর্বে ওঠার লড়াইয়ে তখন থাকবে এটিকে মোহনবাগান ও রাজস্থান ইউনাইটেড। দুই দলই যদি তাদের শেষ ম্যাচ জেতে, তা হলে গ্রুপ পর্বে এটিকে মোহনবাগানকে হারানোর সুবাদে নক আউটে উঠবে রাজস্থানই। অর্থাৎ, শুধু নিজেদের ম্যাচ জিতলে হবে না, রাজস্থান নৌসেনাকে হারালে বা তাদের ম্যাচ ড্র হলে তবেই শেষ আটে যাবে এটিকে মোহনবাগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement