Cristiano Ronaldo

৫০০ গোল! এশিয়ার ক্লাবের হয়েও রোনাল্ডোর গোলবর্ষণ চলছে

প্রথমার্ধে দু’টি গোল করেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। গোলের সংখ্যা বাড়ে ৬১ মিনিটে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৭

—ফাইল চিত্র

পাঁচটি ক্লাবের হয়ে খেলে ৫০০-র বেশি গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার রাতে আল নাসেরের হয়ে এক ম্যাচে চার গোল করলেন পর্তুগিজ তারকা। তাঁর দাপটে আল নাসের ৪-০ গোল জিতল আল ওয়াহদার বিরুদ্ধে। একটি পেনাল্টি-সহ চার গোল করেন রোনাল্ডো।

এখনও পর্যন্ত পাঁচটি ক্লাবের হয়ে খেলেছেন রোনাল্ডো। তাঁর ফুটবল জীবন শুরু স্পোর্টিং লিসবনে। তিনটি গোল করেছিলেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দুই পর্বে ১০৩টি গোল করেছিলেন রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের হয়ে সব থেকে বেশি গোল করেছিলেন তিনি। স্প্যানিশ ক্লাবের হয়ে খেলার সময় রোনাল্ডো করেছিলেন ৩১১টি গোল। জুভেন্টাসের হয়ে করেছিলেন ৮১টি গোল। আল নাসেরের হয়ে এখনও পর্যন্ত পাঁচটি গোল করেছেন রোনাল্ডো। ৩৮ বছরের রোনাল্ডো যে সেই সংখ্যা আরও বাড়াবেন সেই ইঙ্গিত দিয়ে রাখলেন বৃহস্পতিবার রাতে।

Advertisement

প্রথমার্ধে দু’টি গোল করেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। গোলের সংখ্যা বাড়ে ৬১ মিনিটে। আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেও দলকে জেতাতে পারেননি রোনাল্ডো। এ বার সেই দুঃখ ঘুচল। ম্যাচের পর রোনাল্ডো সমাজমাধ্যমে লেখেন, “চারটে গোল করে দারুণ লাগছে। ৫০০টা গোল হয়ে গেল লিগের ম্যাচে। সেই সঙ্গে দলের জয়।”

বিশ্বকাপের আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে দেয় রোনাল্ডোকে। পুরনো ক্লাবের সম্পর্কে এমন কিছু কথা সংবাদমাধ্যমে বলেছিলেন তিনি, যা মেনে নিতে পারেনি তারা। এর পরেই সৌদি আরবের ক্লাবে যোগ দেন রোনাল্ডো।

Advertisement
আরও পড়ুন